আরিফুল (কুষ্টিয়া)প্রতিনিধি:
কুষ্টিয়ার কুমারখালীতে মহান বিজয় দিবস উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে কুমারখালী উপজেলা শিল্পকলা একাডেমির হলরুমে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন কুমারখালী শিল্পকলার ড্রিইং মাস্টার কল্লোল অধিকারী, সংগীত শিক্ষক জহিরুল ইসলাম, সিনিয়র কণ্ঠশিল্পী সানজিদা হোসেন সহ আরো অনেকে।
চিত্রাংকন প্রতিযোগিতায় ক-বিভাগ: শিশু থেকে দ্বিতীয় শ্রেণি, জাতীয় পতাকা, খ-বিভাগ: তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি, জাতীয় স্মৃতিসৌধ, জল রং/প্যাস্টেল রং ব্যবহারের মাধ্যমে প্রতিযোগিতার অংশ গ্রহন করেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী।
অংশগ্রহণকারিদের মধ্যে থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয়দের মধ্যে ১৬ই ডিসেম্বর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পুরস্কৃত করা হবে বলে আয়োজকরা জানিয়েছে।