মো: রমজান আলী, স্টাফ রিপোর্টার
উত্তরবঙ্গের অক্সফোর্ড খ্যাত কারমাইকেল কলেজস্থ নীলফামারী জেলা শিক্ষার্থী কল্যাণ পরিষদের কমিটি গঠন করা হয়েছে।
গত (১২ ডিসেম্বর) হিসাববিজ্ঞান বিভাগে মুক্ত আলোচনার মাধ্যমে উপদেষ্টাগণ পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে ১০ জন কে উপদেষ্টা এবং ৯ সদস্য বিশিষ্ট কমিটিতে রায়হান আহসান মুন্না কে আহবায়ক (ফিন্যান্স এন্ড ব্যাংকিং) ও আহসান হাবিব আলিফ (গণিত) কে সদস্য সচিব করা হয়।
উপদেষ্টা হিসাবে আছেন, হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো: ফিরোজুল ইসলাম, ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো:শাহজাহান নাসির ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক মো: মোফাচ্ছের আলী, অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক কামরুন্নাহার, অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক এ.কে.এম মশিউর রহমান, উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হাসিনা সুলতানা, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক সমরেশ কৃষ্ণ রায়, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক নুর মোহাম্মদ মির্জা ইসলাম, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক আল শাহিনা মাহবুবা সুলতানা, হিসাববিজ্ঞান বিভাগের শিরিনা পারভীন।
অন্যান্যরা হলেন, সিনিয়র যুগ্ম আহবায়ক অমিত হাসান মিশান (অর্থনীতি), সদস্য- সাদিয়া মিশু (ইসলাম শিক্ষা), সাকিন মিয়া (গণিত), আকাশ চৌধুরী (পদার্থ বিজ্ঞান), ফুয়াদ হোসেন (গণিত), রিপন ইসলাম (রসায়ন), বর্ণ রায় (দর্শন)।