হারুন অর রশিদ স্টাফ রিপোর্টার:
“ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চেয়েও খাঁটি, নগদ রক্তের দামে কেনা।” পাকিস্তানী হানাদার বাহিনীর শোষণ ও নির্যাতনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে ১৯৭১ সালে দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধে ১৬ই ডিসেম্বর বিজয় অর্জন করে এদেশের মুক্তিকামী জনগণ। ত্রিশ লক্ষ শহীদ ও দুই লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত আমাদের এই স্বাধীনতা। বিজয়ের আনন্দে আত্মহারা বাঙালী জাতি নানা কর্মসূচীর মাধ্যমে শহীদদের স্মরণে দিনটি উদযাপন করেন। শহীদ বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের স্মরণে জয়পুরহাটের কালাই উপজেলার নুনুজবাজারে আনন্দভোজ ও মত বিনিময় সভার আয়োজন করা হয়। উক্ত আনন্দভোজ ও মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা বিএনপির সাবেক সদস্য ও উদয়পুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের চেয়ারম্যান প্রার্থী জনাব মোঃ মামুনুর রশীদ মামুন।
স্থানীয় জনগণের আয়োজনে অনুষ্ঠিত আনন্দভোজ ও মত বিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য ও জিন্দারপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোঃ আব্দুর সবুর, কালাই উপজেলা বিএনপির সদস্য মোঃ মোজাফফর হোসেন তালুকদার, মাত্রাই ইউনিয়ন বিএনপির সদস্য মোঃ জাফিরুল ইসলাম রুবেল, উদয়পুর ইউনিয়ন বিএনপির সদস্য মোঃ হেলাল উদ্দিন, মোঃ আব্দুর রউফ, মোঃ মঞ্জুর আলম, মোঃ সানোয়ার হোসেন।
উক্ত আনন্দভোজ ও মত বিনিময় সভা শেষে উপস্থিত সকলের জন্য লটারির ব্যবস্থা করা হয়। লটারির মাধ্যমে মোবাইল ফোনসহ বিভিন্ন পুরস্কার বিতরণ করা হয়।