মো: রমজান আলী, স্টাফ রিপোর্টার
মহান বিজয় দিবস উপলক্ষে নীলফামারীর জলঢাকায় বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী জলঢাকা উপজেলা শাখা।
সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ১১ টায় আল ফালাহ অফিস থেকে শোভাযাত্রাটি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় বাসস্ট্যান্ডে পদসভা করেন।
শোভাযাত্রায় নেতাকর্মীদের হাতে বাংলাদেশের জাতীয় পতাকা দেখা যায়। পতাকা নেড়ে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছিলেন তারা।
শোভাযাত্রায় উপস্থিত ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগর সাবেক সেক্রেটারি ও নীলফামারী-০৩ (জলঢাকা) আসনের সংসদ সদস্য প্রার্থী ওবায়দুল্লাহ সালাফী, নীলফামারী জেলা মিডিয়া সেক্রেটারি অধ্যাপক সাদের হোসেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি অধ্যক্ষ মনিরুজ্জামান জুয়েল, জলঢাকা উপজেলা আমীর মোখলেছুর রহমান (মাষ্টার), নায়েবে আমীর কামরুজ্জামান, সেক্রেটারি মোয়াম্মার আল হাসান, সহকারী সেক্রেটারি মুজাহিদ মাসুম বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের জেলা সভাপতি তাজমুল হাসান সাগর, অর্থ সম্পাদক মোকাররম হোসাইন, স্কুল ও আইন বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান, উপজেলা সাথী শাখার সভাপতি নাজমুল ইসলাম, সেক্রেটারি মিঠু ইসলাম প্রমুখ।