নিজস্ব প্রতিবেদক:
আজ, ১৮ ডিসেম্বর, ২০২৪, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর সভাকক্ষে একটি আন্তঃসংস্থা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন রাজউক চেয়ারম্যান মেজর জেনারেল মোঃ ছিদ্দিকুর রহমান সরকার। উক্ত সভায় সাভারের বিলামালিয়া ও বেইলারপুর মৌজায় মেট্রো মেকার্স এন্ড ডেভেলপার্স কর্তৃক নির্মিত “মধুমতি মডেল টাউন” প্রকল্পের উচ্ছেদ কার্যক্রম বাস্তবায়ন নিয়ে আলোচনা করা হয়।
মেট্রো মেকার্স এন্ড ডেভেলপার্স কর্তৃক নির্মিত এই প্রকল্পের বিরুদ্ধে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) ২০০৪ সালে একটি জনস্বার্থ রিট পিটিশন দায়ের করে। ২০১২ সালে হাইকোর্ট প্রকল্পটিকে অবৈধ ঘোষণা করে এবং জমির শ্রেণি পূর্বাবস্থায় ফিরিয়ে আনার নির্দেশ প্রদান করে। পরবর্তীতে, ২০১৯ সালে আপিল বিভাগ রায়ের পুনর্বিবেচনার আবেদন খারিজ করে এবং ২০১২ সালের রায় বহাল রাখে।
এ অবস্থায়, ১৪ অক্টোবর, ২০২৪ তারিখে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) রাজউককে একটি উকিল নোটিশ প্রদান করে এবং উচ্ছেদ কার্যক্রমের জন্য একটি সমন্বয় সভা আহ্বান করা হয়। আজকের সভায় রাজউক, জেলা প্রশাসন, পুলিশ, পরিবেশ অধিদপ্তর, সড়ক ও জনপথ অধিদপ্তর, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডসহ বিভিন্ন সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় সিদ্ধান্ত গৃহীত হয় যে, আগামী দুই সপ্তাহের মধ্যে মধুমতি মডেল টাউন প্রকল্পের উচ্ছেদ কার্যক্রম শুরু হবে। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন থেকে পূর্ণ সহায়তা প্রদান করা হবে। পল্লী বিদ্যুতায়ন বোর্ড উচ্ছেদ কার্যক্রম ত্বরান্বিত করতে ওই এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করবে এবং ভবিষ্যতে রাজউক অনুমোদন ব্যতীত কোনো স্থাপনায় বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে না।
রাজউক চেয়ারম্যান মেজর জেনারেল মোঃ ছিদ্দিকুর রহমান সরকার বলেন, “আমরা সর্বোচ্চ আদালতের রায় মেনে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করব। বসবাসকারীদের সরে যাওয়ার জন্য মাইকিং করা হবে এবং দ্রুততম সময়ে জলাভূমি উদ্ধার করার লক্ষ্যে উচ্ছেদ কার্যক্রম বাস্তবায়ন করা হবে।”
তিনি আরো বলেন, “নাগরিকদের যেকোনো আবাসিক প্রকল্পে জমি বা ফ্ল্যাট ক্রয়ের আগে রাজউক এর অনুমোদন আছে কিনা তা যাচাই করে নেওয়া উচিত।”
সভায় উপস্থিত ছিলেন রাজউকের সদস্য (পরিকল্পনা) মোহাম্মদ আব্দুল আহাদ, এনডিসি, সদস্য (উন্নয়ন ও উন্নয়ন নিয়ন্ত্রণ) মোহাঃ হারুন-অর-রশীদ, সদস্য (এস্টেট ও ভূমি) ইঞ্জিনিয়ার মোঃ রিয়াজুল ইসলাম, প্রধান নগর পরিকল্পনাবিদ মোঃ আশরাফুল ইসলাম এবং রাজউকের অন্যান্য কর্মকর্তা।