মোঃ শহিদুল ইসলাম (স্টাফ রিপোর্টার):
বগুড়ায় বত্রিশ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত শনিবার রাত সাড়ে ১১ টার দিকে শিবগঞ্জের মোকামতলা মুরাদপুর এলাকার রংপুর-ঢাকা মহাসড়কের উপরে চেকপোস্টে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার যুবক হলো, লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার পশ্চিম ভেলাবাড়ী এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে নুর জামাল (৩০) এবং একই এলাকার আজিজুল হকের ছেলে মেকসেদুল (২৫)।
এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার।
পুলিশের এই কর্মকর্তা জানান, গত শনিবার রাত সাড়ে ১১টায় রংপুর-ঢাকা মহাসড়কের মোকামতলার মুরাদপুর এলাকায় রাস্তার উপরে চেকপোস্ট এর মাধ্যমে অভিযান চালিয়ে একটি যানবাহন তল্লাশি করে ৩২ বোতল ফেন্সিডিসহ দুই মাদক কারবারি যুবককে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।