নিজস্ব প্রতিবেদক,কক্সবাজার: বিশ্ব মানবাধিকার দিবসের প্রতিপাদ্য ‘আমাদের অধিকার, আমাদের ভবিষ্যৎ এখনই ‘এই শ্লোগানে সামনে রেখে পৃথিবীর অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশেও দিবসটি পালন হয়েছে।
এরই ধারাবাহিকতা Research Initiatives Bangladesh এর আয়োজনে কক্সবাজার জেলায় আলোচনা সভাসহ নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালিত হয়েছে।
সহকারী পরিচালক রুহী নাজ,রিইব এর তত্ত্বাবধানে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাতীয় মানবাধিকার রিচার্স সেন্টার এর কেন্দ্রীয় কমিটির সদস্য রমজান আলী সিকদার।
অনুষ্ঠানে প্রদান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এইচ এম ফরিদুল আলম শাহীন।
আরো উপস্থিত ছিলেন মানবাধিকার সদস্য মো: হাসান,রতন দাশ।
এতে আরো উপস্থিত ছিলেন গবেষণা অফিসার কাজী মো: শাহিনুল ইসলাম,রিইব।
আলোচনা সভায় বক্তারা বলেন বিশ্বব্যাপী মানবাধিকার রক্ষা ও উন্নয়নের লক্ষ্যে জাতিসংঘের সাধারণ পরিষদ ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র গ্রহণ করে। এ ঘোষণার মাধ্যমে স্বীকৃত হয় যে জন্মস্থান, জাতি, ধর্ম, বর্ণ, বিশ্বাস, অর্থনৈতিক অবস্থা কিংবা শিক্ষাগত যোগ্যতা নির্বিশেষে মানবাধিকার সর্বজনীন ও সবার জন্য সমান। প্রতিটি মানুষ জন্মগতভাবেই এসব অধিকার লাভ করে।
সহাকারী পরিচালক রুহী নাজ বলেন,
সমাজে গ্রহনযোগ্যতা ও সরকারি সেবায় অর্ন্তভূক্তির ক্ষেত্রে প্রান্তীক, পিছিয়ে পড়া ও মূলধারার জনগোষ্ঠীর যথাযথ কৌশল নির্ধারণে সহায়তা করা।সচেতনতা বৃদ্ধির মাধ্যমে গণগবেষক ও তথ্য অধিকার কর্মী তৈরী করা যারা তথ্য অধিকার আইনটিকে ব্যবহার করে স্বচ্ছতা ও জবাবদিহিতার পরিবেশ তৈরী করা যার মাধ্যমে দেশে সুশাসন প্রতিষ্ঠা হবে, সমতা বৃদ্ধি পাবে, মানুষ তার অধিকার চর্চায় একতার ভূমিকা রাখবে, বৈষম্যতা হ্রাস পাবে।
তথ্য অধিকার আইন ব্যবহার দ্বারা জনগনকে রাষ্ট্র পরিচালনায় তাদের ভূমিকার সম্পর্কে সচেতন করা এবং পলিসি ডায়লগে অংশগ্রহন এর মাধ্যমে এডভকেসির কাজকে তরান্বিত করা এবং তথ্য অধিকার আইনের ব্যবহার এবং যথোপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে তথ্য অধিকার কর্মী এমনভাবে প্রস্তুতকরা যাতে তারা জেন্ডার, সুশাসন, পরিবেশ সুরক্ষা, স্বচ্ছতা, জবাবদিহিতা ইত্যাদি ইস্যুগুলোকে চিহ্নিত করতে পারে ও বিভিন্ন এডভোকেসী প্রোগ্রাম এর মাধ্যমে তা সমাধান করতে পারে ইহাই আমাদের উদ্দেশ্য।