নিজস্ব প্রতিবেদক: হাড় হীম করা ঠান্ডা পড়েছে, অনেকের কাছেই এই শীতকাল টা দারুন উপভোগ্য, কিন্তু আশেপাশেই এমন কিছু মানুষ আছেন যাদের কাছে এই শীত কাল টা চরম দূর্ভোগের,এমন অনেক লোক আছেন যাদের কাছে কম্বল তো দূরে থাক একটা ছেড়া বস্তাও জোটে না গায়ে দিতে। সেই সমস্ত সাধারণ মানুষদের সাহায্যার্থে এগিয়ে এসেছে পঞ্চগড় জেলার বোদা উপজেলার সাঁকোয়া ইউনিয়ন জাতীয়তাবাদী যুবদলের নেতা ফরহাদ হোসেন আজাদ।
তিনি বলেন সাঁকোয়া ইউনিয়ন জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে এই শীতে ৫০০ (পাঁচশত ) প্রান্তিক লোকের হাতে শীত বস্ত্র তুলে দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে।
তারই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর জাতীয়তাবাদী যুবদলের নেতা ফরহাদ হোসেন আজাদের ছোট ভাই মো: সানোয়ার রহমান সানু কম্বল নিয়ে পৌছে যান ইট ভাটায়। ভাটায় কর্মরত প্রান্তিক মানুষ গুলোর এই শীতে না আছে ভালো গরম জামা,না আছে ভালো একটা কম্বল। এই হাড় হীম করা ঠান্ডায় ওরা যেন উষ্ণতা পায় তার জন্য ওদের সবার হাতে তুলে দেওয়া হলো নতুন কম্বল।
এ প্রসঙ্গে জাতীয়তাবাদী যুবদলের নেতা ফরহাদ হোসেন আজাদের ছোট ভাই মো: সানোয়ার রহমান সানু বলেন “সারা বছরই আমরা সেবামূলক কাজ করে থাকি । সবার সাহায্যের মাধ্যমে যদি ওই প্রান্তিক লোকগুলি শীতের মরমৌসুমে একটু ভালো থাকতে পারে তার জন্যই আমাদের এই কর্মসূচী “।