স্টাফ রিপোর্টার বাবুল চৌধুরী জাতীয় দৈনিক বিকেল বার্তা। লোহাগাড়ার উপজেলা আমিরাবাদ রাজঘাটা স্টেশনের পশ্চিম পাশে একটি বিস্কিটের গোডাউনে আগুন লেগে প্রায় কয়ক্ষতি হয় আনুমানিক ২০ লক্ষ টাকার মালামাল।(১৯ জানুয়ারি) ভোর সকাল ৬টা৩০ মিনিটের দিকে ব্যাটারি চালিত একটি ভ্যান গাড়ির শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছেন স্থানীয়রা। খবর পেয়ে লোহাগাড়ার ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত চলে আসে ঘটনাস্থলে দুই ঘন্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনা সক্ষম হয়।