মোঃ বেলাল হোসেন, জেলা প্রতিনিধি জয়পুরহাট,
আয়োজনে ঃ পাটারপাড়া যুব সমাজ।
২৭ ডিসেম্বর (শুক্রবার) সকাল ৮ টার সময় সার্কিট হাউজ মাঠে একটি ক্রিকেট প্রিতি ম্যাচের আয়োজন করা হয় উক্ত ক্রিকেট প্রিতি ম্যাচে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ আবু রায়হান উজ্জল প্রধান (শহর বি এন পি সাধারণ সম্পাদক) এই প্রিতি ম্যাচে কয়েকটি দল অংশগ্রহণ করে এর মধ্যে কেপ্টেন মোঃ তাজরুল ইসলামের দল ও মোঃ ছাবির হোসেনের দল ফাইনালে উঠেন।
উক্ত বিজয়ী দুই দলের মধ্যে ফাইনাল খেলা বৈকাল ৩ টার সময় অনুষ্ঠিত হয় এতে মোঃ ছাবির হোসেনের দল চাম্পিয়ান হয় এবং মোঃ তাজরুলের দল রানারআপ হয়
চাম্পিয়ান দলের কেপ্টেন ছাবির বলেন পি পি এল সিজন ৫ এ, যে আনন্দ পেয়েছি তা বিগত ৪টি সিজনে পাই নাই।
এবং আগামীতে আমরা পাটারপাড়ার যুব সমাজ একতাবদ্ধ হয়ে খেলাধুলা ও সামাজিক কাজে অত্তনিবেশ করতে পারি