1. jhramjan88385@gmail.com : bbarta :
  2. muhammadalomgir350@gmail.com : Muhammad Aaomgir : Muhammad Aaomgir
  3. abrahim111099@gmail.com : Bikal Barta :
বাংলাদেশ প্রেস ক্লাব পাবনা জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে পাবনা জেলা পরিষদের আব্দুর রশিদ মিলনায়তনে জাকজমকপূর্ণ ভাবে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। - Bikal barta
৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ| ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ| শীতকাল| শনিবার| রাত ১২:০২|

বাংলাদেশ প্রেস ক্লাব পাবনা জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে পাবনা জেলা পরিষদের আব্দুর রশিদ মিলনায়তনে জাকজমকপূর্ণ ভাবে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

রিপোর্টারের নাম
  • প্রকাশিত সময় রবিবার, ডিসেম্বর ২৯, ২০২৪,
  • 39 জন দেখেছেন

আলমগীর হোসেন স্টাফ রিপোর্টার: বাংলাদেশ প্রেস ক্লাব পাবনা জেলা শাখার আহবায়ক হাফিজুর রহমান হাফিজের সভাপতিত্বে ও সদস্য সচিব মনিরুজ্জামান মুন্নার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ফরিদ খান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির মহাসচিব সোহেল রানা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল হালিম মন্ডল, রাজশাহী বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক হাসান ইমাম তালুকদার, রংপুর বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক এনামুল হল স্বাধীন।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন পাবনা জেলা শাখার সভাপতি ও দৈনিক খবর বাংলা পত্রিকার সম্পাদক আলহাজ্ব আব্দুস সালাম,  সুজানগর উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির,  দৈনিক আজকের দর্পণ পত্রিকার পাবনা জেলা প্রতিনিধি জুবায়ের খান প্রিন্স, দৈনিক ভোরের ডাক পত্রিকার পাবনা জেলা প্রতিনিধি আলমগীর হুসাইন অর্থ, আনন্দ বাজার পত্রিকার পাবনা জেলা প্রতিনিধি শিশির আহমেদ, সিএনএফ টিভির চেয়ারম্যান খালেদ আহমেদ, দৈনিক কালের কণ্ঠ পত্রিকার মাল্টিমিডিয়া (পাবনা জেলা) প্রতিনিধি রাজিব জোয়ার্দার, দৈনিক সরেজমিন বার্তা পত্রিকার পাবনা জেলা প্রতিনিধি রোকন বিশ্বাসসহ বাংলাদেশ প্রেস ক্লাবের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মী বৃন্দ।

সম্মেলনকে সফল করতে নিরলস পরিশ্রম করেছেন দৈনিক জনবানী পত্রিকার পাবনা জেলা প্রতিনিধি আলাউদ্দিন হোসেন অর্ণব, আমাদের মাতৃভূমি পত্রিকার পাবনা জেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল মোমিন, আজকের দর্পণ পত্রিকার ঈশ্বরদী উপজেলা প্রতিনিধি হাবিবুর রহমান হাবিব প্রমুখ।

সম্মেলনে বক্তারা বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠায় গণমাধ্যম কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। একইসাথে মফস্বলে কর্মরত গণমাধ্যম কর্মীদের অধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশ প্রেস ক্লাব অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

পরে একাত্তর টেলিভিশনের ঈশ্বরদী উপজেলা প্রতিনিধি হাফিজুর রহমান হাফিজকে সভাপতি ও দৈনিক ভোরের সময় পত্রিকার পাবনা জেলা প্রতিনিধি মনিরুজ্জামান মুন্নাকে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্য বিশিষ্ট পাবনা জেলা কমিটি অনুমোদন দেওয়া হয়।

আপনার সামাজিক মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
© All rights reserved © 2024 bikal barta
error: Content is protected !!