হীরা আহমেদ জাকির, ব্রাহ্মণবাড়িয়াঃ বিশ্ব ইজতেমায় হামলা, হত্যাকান্ডের বিচার ও সাদ‘পন্থীদের নিষিদ্ধের দাবীতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার উলামা মাশায়েক, তাবলীগী সাথী ও সর্বস্তরের তৌহিদী জনতার ব্যানারে মানববন্ধন ও ইউএনওকে স্বারকলিপি প্রদান কর্মসুচী পালন করা হয়েছে।
৩০ ডিসেম্বর সোমবার বেলা ১১ টায় উপজেলা পরিষদের সামনে ঘন্টা ব্যাপী কয়েক হাজার মানুষের উপস্থিততে মানবন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের নিকট তাদের তিন দফা দাবী সম্বলীত একটি স্বারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধন চলাকালে আব্দুল কুদ্দুস, মাওলানা কবির হুসাইন, হাফেজ দেলোয়ার হুসাইন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, বিজয়নগর উপজেলা আকাঈদে আহলে সুন্নত ওয়াল জামাত সংরক্ষণ পরিষদের সভাপতি মাওলানা জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা শফিকুল ইসলাম, বিজয়নগর উপজেলা তাবলীগ জামাতের সভাপতি নাফিউল হক চৌধুরী, মুফতি আব্দুল মুকিত দেওবন্দী, সাতগাঁও মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল মতিন, হাজী মহিবুল আলম, মুফতি এনামুল হক, মাওলানা আফজাল হোসেন, মুফতি জয়নাল আবেদীন, হাফেজ আহমেদ হোসাইন, কারী আল আমিন, মাওলানা নুরে আলম, হাফেজ বিল্লাল হোসাইন, হাফেজ হুসাইন, মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা কাশেম, মাওলানা জিয়াউর রহমান, প্রমুখ।
মানববন্ধন শেষে সবার পক্ষ থেকে ১৫ জনের একটি প্রতিনিধি দল বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম এর সাথে তার কার্যালয়ে দেখা করে স্মারকলিপি প্রদান করেন। এসময় উপজেলার সাদ‘পন্থীদের অবস্থানের বিষয়ে বিস্তারিত অবহিত করেন।