চাঁদনী মিডিয়া গ্রুপ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও জাতীয় দৈনিক বিকাল বার্তার বার্তা সম্পাদক সাংবাদিক আব্দুর রহিমের ভাতিজা বয়স ৩ বছর ব্লাড ক্যান্সার রোগে আক্রান্ত হয়েছে ভাতিজার সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছে চাঁদনী মিডিয়া গ্রুপ লিমিটেড । সাংবাদিক আব্দুর রহিমের ভাতিজা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
চাঁদনী মিডিয়া গ্রুপ লিমিটেড ও জাতীয় দৈনিক বিকাল বার্তা চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম বলেন, আমার ছোট্ট ভাগিনা মোঃ আসাদুজ্জামান আসাদের ছেলে অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আমরা তার দ্রুত আরোগ্যের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করছি। এই কঠিন সময়ে আমরা আব্দুর রহিম এবং তার পরিবারের পাশে আছি এবং তাদের জন্য ধৈর্য ও সাহস কামনা করছি। আমি দেশবাসী, সংগঠনের সব সদস্য এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতি অনুরোধ জানাচ্ছি, আপনারা সবাই তার ভাতিজার দ্রুত সুস্থতার জন্য দোয়া করবেন।