সোহেল রানা স্টাফ রিপোর্টার:
আজ (৪ জানুয়ারী)খুলনার পাইকগাছায় বৈষম্য-বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ কর্মসূচি জিরো পয়েন্ট নামক স্থানে অনুষ্ঠিত হয়।
এ সময় বৈষম-বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা পতিত ও ফ্যাসিস্ট আওয়ামীলীগ ও তার অন্যান্য সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীদের দ্বারা সোশ্যাল মিডিয়ায় বৈষম্য-বিরোধী ছাত্র আন্দোলন,পাইকগাছা উপজেলা শাখার শিক্ষার্থীদের প্রাণনাশ, গুম,নিপীড়নের হুমকি এবং রিফাতের পরিবারের উপর আওয়ামী সন্ত্রাসীদের বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ করতে থাকে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সুমন আহমেদ,পরশ,আব্দুল কাদের নয়ন, রেহানুল ইসলাম হৃদয় ,তরিকুল ইসলাম, মোঃ আব্দুল্লাহ আল মামুন, হৃদয়,বাপ্পি মোড়ল,এস কে সাদিয়া ইয়াসমিন তিন্নি ,মিম,সুমাইয়া সোহাগ ঐশি তানভীর, ইসমাইল হোসেন,আল শারিয়ান রুম্মান, রিফাত হোসেন,অপি,মোহাইমিন সহ বৈষম্য বিরোধী ছাএ আন্দোলনের সকল সহযোদ্ধা।
এ সময় বক্তারা প্রশাসনকে উদ্দেশ্য করে তাদের বিভিন্ন দাবি তুলে ধরেন।
১।শিক্ষার্থী এবং তার পরিবারের সুনিশ্চিত নিরাপত্তা নিশ্চিত করতে হবে (সেটা মুখে নয় কাজের মাধ্যমে)।
২/মামলায় দন্ডপ্রাপ্ত আসামিরা এলাকায় প্রকাশ্যে এবং গোপনে ঘোরাঘুরি না করতে পারে সেই বিষয়গুলোকে প্রশাসনকে কঠোর ভাবে দমন করতে হবে।
৩/পুলিশের এবং প্রশাসনের মৌনতা এবং উদাসিনতা ভাংতে হবে এবং প্রশাসনকে জনগনের হয় কাজ করতে হবে।কোন দল বা কোন একটা গোষ্টীকে বেশি প্রাধান্য দিয়ে অপকর্ম ঘঠাতে দেওয়া হবে না।
৪/সাধারণ মানুষকে জিম্মি করে অবৈধ দখলবাজি বন্ধ করতে হবে।যে কোন অন্যায় দুর্নিতির বিরুদ্ধে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা নিতে হবে।
৫/মামলায় দন্ডপ্রাপ্ত আসামিদের কেন গ্রেফতার করা হচ্ছে না তার সুনির্দিষ্ট কারন সুস্পষ্ট ভাবে ছাত্রসমাজের মাঝে উপস্থাপন করতে হবে।