স্টাফ রিপোর্টার:
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় সংঘটিত চুরির ঘটনায় জড়িত নাহিদুর ইসলাম (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তার কাছ থেকে চুরি হওয়া দুটি স্বর্ণের কানের দুল উদ্ধার করা হয়েছে। রবিবার (৫ জানুয়ারি) দুপুর ১২টার দিকে তাকে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়। নাহিদ লোহাগাড়া উপজেলার সদর ইউনিয়নের সুখছড়ি হোসেন সিকদার পাড়ার মৃত আব্দুল হামিদের পুত্র।
পুলিশ জানায়, গত শনিবার সকাল সাড়ে ১১টার দিকে হোসেন সিকদার পাড়ার বাসিন্দা জহির উদ্দিন তার আত্মীয়ের বাড়িতে দাওয়াত খেতে যান। বিকেলে বাড়ি ফিরে তিনি দেখতে পান জানালা ভাঙা, দরজা খোলা এবং আলমারি ভাঙা অবস্থায় রয়েছে। আলমারি থেকে ৬০ হাজার টাকা মূল্যের দুটি স্বর্ণের কানের দুল, একটি স্বর্ণের আংটি এবং ৭ হাজার টাকা নগদ চুরি হয়ে গেছে।
এ ঘটনায় জহির উদ্দিন লোহাগাড়া থানায় একটি চুরির অভিযোগ দায়ের করেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ রবিবার আমিরাবাদ ও শিশু হাসপাতালের সামনে থেকে নাহিদকে আটক করে।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাহিদ চুরির কথা স্বীকার করেছেন। তার কাছ থেকে চুরি হওয়া দুটি স্বর্ণের কানের দুল উদ্ধার করা হয়েছে। পুলিশ আরও জানায়, চুরির ঘটনায় আর কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। তবে দ্রুত অভিযানের মাধ্যমে চুরি হওয়া স্বর্ণালঙ্কার উদ্ধারে পুলিশের সফলতা প্রশংসিত হয়েছে।