দয়াল কৃষ্ণ সানা
কি দেখো তুমি—
অমন করে অপলক?
তোমার দৃষ্টিকে।।
আমি তোমার দৃষ্টির
দীপ্ত উচ্ছলতা কে
অনুক্ষণ লক্ষ্য করি।
যখনই তোমার প্রশংসা করেছি
তুমি অকারণে হয়েছো বিরক্ত
দু’একটি কথা কখনো বলেছ
কিঞ্চিৎ কপট অভিমানে।
আমি আরো শুনেছি
তোমার কন্ঠের কম্পিত কথা মালা
ঠিক যেন—
প্রনয়নীর প্রথম প্রশ্নের
প্রকম্পিত প্রেমের পরশ।
আমি আরো লক্ষ্য করেছি
আমার সাথে কইতে কথা
তোমার চাঁদ বদনের উচ্ছলতা
চকিতে চমকে, কেঁপে কেঁপে থেমে গেছে
কথা শেষের আগেই।
তুমি অকারণ লাজে
হয়েছো লজ্জাবতী ললনা।
আমি আরো লক্ষ্য করেছি
ফিরে যাওয়ার পথে
পদ যুগল তোমার
পলকে কেঁপে থেমে-থেমে
আবার চলতে শুরু করল,
চকিতে তোমার
সকল চল চঞ্চলতা
ধ্রুবতারা সম
অনড় ,স্থির হয়েছিলো
ক্ষনিক বিবাগী আবেগে।
যে তার প্রতিজ্ঞা বদলাবে না
আর কখনো—
ভেবে সিদ্ধান্ত নিয়েছিলো,
তাঁকে তার —
প্রতিজ্ঞা ভঙ্গ করাতে চাওয়ায়
কোন কৃতিত্ব নেই ।
সময়ের সাথে সে নিজেই
নিজের সিদ্ধান্ত বদলাবে
ততোক্ষণ পর্যন্ত তোমায়
ধৈর্য ধরতে হবে ।
তা আর—
কখনো হবার নয়— অভিমানী।