রাসেল মাহামুদ এর ছবিতে ইমরান সরকারের রিপোর্ট:
গাইবান্ধার পলাশবাড়ীতে সমাজে পিছিয়ে পড়া নিম্নআয়ের মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন বৈরী হরিণমারী সমাজকল্যাণ সংস্থা।
জনকল্যাণমূখী নানা কর্মকান্ডের ধারাবাহিকতায় সোমবার (৬ জানুয়ারি) দুপুরে এলাকার শতাধিক দুস্থ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করে সংস্থাটি।
বৈরী হরিণমারী গ্রামে সংগঠনের নিজস্ব কার্যালয়ে কম্বল বিতরণের উদ্বোধন করেন, পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কামরুল হাসান,
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আব্দুস সালাম, থানার অফিসার ইনচার্জ জুলফিকার আলী ভুট্টো,
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বৈরী হরিণমারী সমাজকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি গোলজার সরকার রাজিব।
প্রধান অতিথির বক্তব্যে পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কামরুল হাসান বলেন, দেশের উত্তরাঞ্চল তথা গাইবান্ধা থেকে পঞ্চগড় পর্যন্ত সবচেয়ে বেশী শীত পড়ে। আমি এ এলাকায় না আসলে শীত কি জিনিস তা বুঝতেই পারতাম না। এটা উপলব্ধি করার পর থেকে আমি সিদ্ধান্ত নিয়ে যে শীতার্ত মানুষের দ্বারে দ্বারে ঘুরে ঘুরে শীতবস্ত্র পৌঁছে দেব। এরই ধারাবাহিকতায় দিনরাত উপজেলার অত্যন্ত এলাকায় ঘুরে ঘুরে সেটার তো মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে এবং তা অব্যাহত থাকবে।
বৈরী হরিণমারী সমাজকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি গোলজার সরকার রাজিব বলেন, সংস্থাটি প্রতিষ্ঠার পর থেকেই মানুষের কল্যাণে নানামুখি উদ্যোগ বাস্তবায়ন করে আসছে। এর মধ্যে রয়েছে বৃক্ষরোপণ, শীতবস্ত্র বিতরণ, বিবাহের উপযোগী কন্যা দায়গ্রস্থ পিতার পাশে দাঁড়ানো, লেখাপড়ার ইচ্ছা আছে কিন্তু অর্থাভাবে লেখাপড়া করতে পারছে না এমন শিক্ষার্থী ও অভিভাবকের পাশে দাঁড়ানো, হতদরিদ্রদের মাঝে চাল-ডাল বিতরণসহ কেউ ইন্তেকাল করলে তার দাফন-কাফনের ব্যবস্থা করা। ভবিষ্যতে মানব কল্যাণে আরো বৃহৎ পরিসরে অবদান রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
তীব্র শীতে কম্বল পেয়ে সন্তোষ প্রকাশ করেন বয়সের ভারে নূয়ে পড়া শীতার্ত মানুষগুলো,,,