মোঃ রমজান আলী, স্টাফ রিপোর্টার:
নীলফামারীর জলঢাকায় গোলমুন্ডা আল হেলাল একাডেমির নতুন বছরের পাঠদান কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু ও ২০২৪ শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের পুরস্কার প্রদান উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল ১০ টায় গোলমুন্ডা আল হেলাল একাডেমি চত্বরে অনুষ্ঠিত সভায় উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোয়াম্মার আল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শরিফা আখতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার এ কে এম আনোয়ারুল কবির, প্রেসক্লাব সভাপতি কামরুজ্জামান, আইডিয়াল ডিগ্রি কলেজের প্রভাষক মুজাহিদ মাসুম, গোলমু্ডা ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা তোজাম্মেল হোসাইন, গোলমুন্ডা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মাহমুদ আল হাছান প্রমুখ। অনুষ্ঠান শেষে মেধাবী শিক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।