নিজস্ব প্রতিনিধি:
নেত্রকোণা দুর্গাপুর উপজেলায় সন্ত্রাসী কোপে
পুলিশের এস আই খুন
দুর্বৃত্তদের এলোপাথারি কোপে শফিকুল ইসলাম নামক পুলিশের এক এস আই খুন হয়েছেন।
জানা যায় ৯ জানুয়ারি বৃহস্পতিবার সন্ধায় দুর্গাপুর পৌর শহরের উকিলপাড়া এলাকার পান মহলের গলিতে দুর্বৃত্তদের এলোপাথারি কোপে গুরুতর আহত হলে স্বজন সফিকুলকে ময়মনসিংহ মেডিকেল কলেজে ভর্তি করলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত দশটার দিকে তিনি মৃত্যুবরণ করেন। পুলিশের এস আই শফিকুল দুর্গাপুর উপজেলার চন্ডিগড় ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি জামালপুর পুলিশ লাইনে এস আই হিসেবে কর্মরত ছিলেন এবং ছুটিতে গ্রামের বাড়ি দুর্গাপুরে এসেছিলেন পরিবার সুত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় বাজার করার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়েছিলেন। পথিমধ্যে ওই এলাকায় বেশ কয়েকজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথারি কোপাতে থাকে। পরবর্তীতে তার ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা তাকে আশংকা জনক অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে প্রেরণ করেন। চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে শফিকুল মৃত্যুর কোলে ঢলে পড়েন। দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ ফারহানা বলেন, ধারালো অস্ত্রের আঘাতে ডান পায়ের কব্জির নীচ বিচ্ছিন্ন হয়ে প্রচুর রক্তক্ষরণ হয়। এছাড়াও তার শরীরের বিভিন্ন স্থানে অসংখ্য জখমের চিহ্ন রয়েছে। আমরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছি। এ ব্যাপারে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ বাচ্চু মিয়া বলেন, ঘটনার পরপরই ঘটনাস্থল সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। আসামীদের ধরতে চারদিকে পুলিশী কার্যক্রম চলছে।