হীরা আহমেদ জাকির,ব্রাহ্মণবাড়িয়াঃখাজা মঈনউদ্দীন চিশতী আজমেরী সাঞ্জারী (রাঃ) এর ৮১৩ তম ওরশ মাহফিল বিজয়নগর উপজেলার সিংগারবিল ইউনিয়নের উপমহাদেশের আধ্যাত্মিক প্রাণকেন্দ্র দৌলতবাড়ী দরবার শরিফে অনুষ্ঠিত হয়েছে।
১১ জানুয়ারি শনিবার বিকাল ৩ টা থেকে মধ্যরাত পর্যন্ত উপজেলার সিংগারবিল ইউনিয়নের উপমহাদেশের আধ্যাত্মিক প্রাণকেন্দ্র দৌলতবাড়ী দরবার শরিফের মিলাদ ময়দানে এই ওরশ মাহফিল অনুষ্ঠিত হয়।
ওরশ মাহফিলে আলোচনা ও নাতে রাসূল ( সাঃ ) পরিবেশন করেন মাওলানা মোস্তাকিম পাঠান, মাওলানা শফিকুল ইসলাম নাঈমী, মাওলানা আব্দুর রহমান নাঈমী, মোল্লা জিলানী রেজা নাঈমী, হাফেজ রাকিবুল হাসান নাঈমী।
উক্ত ওরশ মাহফিলের গুরুত্বপূর্ণ আলোচনা করেন জাতীয় মিলাদ কমিটি বাংলাদেশ এর চেয়ারম্যান ও দৌলতবাড়ী দরবার শরীফের গদ্দিনীশীন পীর আল্লামা শাহ্ সূফী সৈয়দ নাঈম উদ্দিন আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন আঞ্জুমান এ বাহা উদ্দিন এমাদিয়া দৌলতবাড়ীয়া বাংলাদেশের মহাসচিব সৈয়দ মাঈন উদ্দিন আহমেদ জুম্মান, আল্লামা সৈয়দ আখলাক উদ্দিন আহমেদ, দৌলতবাড়ি দরবার শরিফের শুরা কমিটির সদস্য হাজী আব্দুর জাহের সরকার, হাজী মিজানুর রহমান, যুগ্ম মহাসচিব শাহজাহান সাজু, সাংগঠনিক সম্পাদক ইমাম হোসাইন, সহ সাংগঠনিক সম্পাদক কাউছার মিয়া, অর্থ সম্পাদক হাজী মোশারফ হোসেন মিন্টু, প্রচার সম্পাদক মহিউদ্দিন রুবেল, তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক আব্দুল হামিদ, মিডিয়া সম্পাদক নাঈমুল ইসলাম সাদ্দাম, প্রচার কমিটির সভাপতি মনির দস্তগীর প্রমুখ।
বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনায় দোয়া মাহফিল পরিচালনা করেন দৌলতবাড়ি দরবার শরিফের গদ্দিনীশীন পীর আল্লামা শাহ্ সূফী সৈয়দ নাঈম উদ্দিন আহমেদ।
এই ওরশ মাহফিল উপলক্ষে উপস্থিত সবার মাঝে তাবারক বিভিন্ন প্রকার ফল বিতরণ করা হয়।