স্টাফ রিপোর্টার,সাইফুজ্জামান সুমন।
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কয়রা উপজেলার উত্তর বেদকাশী ইউনিয়ন শাখার উদ্যোগে এক কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪জানুয়ারি) বিকাল ৪টায় উত্তর বেদকাশী কাছারবাড়ি বাজার চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষকদলের আহ্বায়ক এম এম গোলাম রসুলের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক ও কয়রা উপজেলা বিএনপির আহবায়ক এ্যাড.মোমরেজুল ইসলাম। এ কৃষক সমাবেশের উদ্বোধক ছিলেন খুলনা জেলা কৃষকদলের সভাপতি মোল্যা কবির হোসেন ও প্রধান বক্তা ছিলেন খুলনা জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক শেখ আবু সাঈদ।বিশেষ অতিথি ছিলেন খুলনা কৃষকদলের সহ- সভাপতি ডঃ গোলাম মাসুদ মৃধা, জেলা দপ্তর সম্পাদক দেবাশীষ মন্ডল।
উক্ত সমাবেশে আর ও বক্তব্যে রাখেন উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক এম এ হাসান, আলহাজ্ব মনিরুজ্জামান বেল্টু, আলহাজ্ব আবু সাঈদ বিশ্বাস, বিএনপি নেতা সরদার মতিয়ার রহমান, আলহাজ্ব সদর উদ্দিন আহমেদ, শেখ সালাউদ্দিন লিটন, গাজী সিরাজুল ইসলাম, এস এম এ রহিম,আঃ সামাদ,কোহিনুর আলম, হুমায়ুন কবীর,আবুল বাশার ডাবলু, মঞ্জুর মোরশেদ, কৃষকদলের সদস্য সচিব আবু সাঈদ মালী,জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি ডাঃনূর ইসলাম খোকন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নজরুল ইসলাম খোকা, সদস্য সচিব ডিএম হেলাল উদ্দিন,উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইছানুর রহমান,যুগ্ম আহবায়ক আকবর হোসেন, যুবদল নেতা আসাদুল ইসলাম, ইউনুস আলী, সরদার মাসুদুর রহমান, দেলোয়ার হোসেন, কালাম আজাদ, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক আবুল কালাম আজাদ কাজল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফ বিল্যাহ সবুজ, সদস্য সচিব মাহমুদুল হাসান, মহিলা দলের সাধারণ সম্পাদক সুরাইয়া সুলতানা, মহিলা দলনেত্রী শামসুন্নাহার ইরানী, মমতাজ বেগম, কৃষক দল নেতা রিয়াছাদুজ্জামান, বাবলু্,শাহাজান, কবির হোসেন প্রমুখ।