স্টাফ রিপোর্টার: বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় যাত্রাবাড়ী থানাধীন দুনিয়ায় আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ জানুয়ারী) মাগরিবের পরে দুনিয়া ইউনিয়নে একটি বাসভবনে বিএনপি ও তার সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন অঙ্গ সংগঠনের কর্মীবৃন্দ। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিয়ার সৈনিক কর্মজীবী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ সাইফুল ইসলাম।
আরো উপস্থিত ছিলেন চ্যানেল টুয়েন্টি সিক্সের উপদেষ্টা সৈয়দ মাসুদুর রহমান, টিভি বাংলা চেয়ারম্যান আলাউদ্দিন হক, জাতীয় দৈনিক বিকাল বার্তা পত্রিকা স্টাফ রিপোর্টার হারুন অর রশিদ এবং এলাকাবাসীসহ অনেকেই।
গণতন্ত্রের আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে দেশে ফেরার জন্য দেশবাসীর কাছে দোয়া চাইলেন দুনিয়া ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী বৃন্দ। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যাত্রাবাড়ী ডেমরা থানার নেতাকর্মী গন ।