মো:আব্দুর রহিম :
ডিমলার কৃষি বৈচিত্র্যময় কৃষি ” এই স্লোগানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ডিমলা, নীলফামারীর আয়োজনে ২০২৪-২৫ অর্থ বছরে রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় সমলয় চাষাবাদ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। ২২ জানুয়ারী (বুধবার) সকাল ১১টায় উত্তর তিতপাড়ায় এই কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন, মোঃ রাসেল মিয়া, উপজেলা নির্বাহী অফিসার, ডিমলা-নীলফামারী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ড. এস এম আবু বকর সাইফুল ইসলাম, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নীলফামারী। উদ্বোধন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, মীর হাসান আল বান্না,উপজেলা কৃষি অফিসার, ডিমলা-নীলফামারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাকির হোসেন, উপপরিচালক (শস্য), কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নীলফামারী। নিক্সন চন্দ্র পাল, অতিরিক্ত উপপরিচালক (উদ্যান)কৃষি সম্প্রসারন অধিদপ্তর, নীলফামারী। মোছাঃ শামীমা আক্তার, অতিরিক্ত কৃষি অফিসার, ডিমলা-নীলফামারী। মোঃ আবু তালেব,প্যানেল চেয়ারম্যান, ৩ নং ডিমলা ইউনিয়ন পরিষদ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সমলয় পদ্ধতিতে মাত্র ২৫ দিনের ধানের চারা জমিতে রোপন করে ভালো ফসল উৎপাদন করা যায়। এতে সময় ও খরচ দুটোই কম হয়।অল্প সময়ে,অল্প জায়গায়,কম খরচে ট্রে পদ্ধতিতে চারা উৎপাদন করা যায়। উপসহকারী কৃসি কর্মকর্তা মোঃ তৌহিদ হাসান’র সঞ্চালনায় বক্তব্য রাখেন, মোঃ নুরুজ্জামান, উপসহকারী কৃষি কর্মকর্তা,ডিমলা-নীলফামারী, মোঃ মমিনুর রহমান,স্থানীয় কৃষক। উপস্থিত ছিলেন, উপসহকারী কৃষি কর্মকর্তা গণ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ,কৃষক-কৃষানী বৃন্দ,সুধীজন সহ অনেকে।
বার্তা প্রেরকঃ
মো: আব্দুর রহিম
স্টাফ রিপোর্টার
মোবাইল নংঃ ০১৭৯৬৫১৭৮৭৩
তারিখঃ ২২-১-২০২৫ইং