মাহাবুবুর রহমান( টিপু) কালীগঞ্জ থেকে। ঝিনাইদহ কালিগঞ্জে বড় ঘিঘাটি গ্রাম বাসির উদ্যোগে ২৩ শে জানুয়ারি ২০২৫ বৃহঃবার বাদ আছর লাউতলা কলেজ মাঠে তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হবে।সভাপতিত্ব করবেন মোঃ ইসমাইল বিশ্বাস।পরিচালনায় থাকবে মোহাম্মদ আরিজ হোসেনও মোমিনুর রহঃ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবে,রবজের আলী (মেম্বার)প্রধান বক্তাহযরত মাওঃ মুহাদ্দিস আমিরুল ইসলাম বেলালী (সাতক্ষীরা)২য় বক্তা হিসেবে উপস্থিত থাকবে।তাজুল ইসলাম।তৃতীয় বক্তা হিসেবে উপস্থিত থাকবেন হাফেজ মাওলানা মোহাম্মদ আল আমিন মল্লিক (ঝিনাইদহ) ওয়াজে আরও অংশ গ্রহণ করবেন,মাওলানা নুরুল ইসলাম,হাফেজ মাওলানা ইউসুফ আলী মোয়াজ্জিন ওহেদ আলী,ওসমান মোল্লা রেজাউল করিম।বিপুল ফারুক রিওন রহমত ফিরোজ আবুল বাসার আঃআজিজ মাষ্টার সহআরো অনেকে উপস্থিত থাকবেন। মোঃ মাহবুবুর রহমান। কালিগঞ্জ(ঝিনাইদহ)প্রতিনিধি। মোবাঃ 01715267605