বিকাল বার্তা প্রতিবেদক >> সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সীমান্তে ৫ কোটি ২২ লাখ ১৬ হাজার ৭০০ টাকার চোরাচালানের পণ্য জব্দ করেছে বিজিবি।
শুক্রবার (২৪ জানুয়ারি) সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)’র আওতাধীন বাংলাবাজার, শ্রীপুর, লবিয়া, কালাসাদেক, সোনারহাট, লাফার্জ, দমদমিয়া, বিছনাকান্দি এবং সংগ্রাম থেকে বিজিবির বিওপি টিম এসব পণ্য জব্দ করে।
অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় আরজে পাওয়ার ব্যাটারি, চিনি, গরু, মহিষ, ক্লপ জি ক্রীম, চকলেট, জিরা, শীতের কম্বল, কমলা, কোয়েটার ওয়ট, ফোচকা, মদ, বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছ জব্দ করা হয়। এছাড়াও চোরাচালান কাজে ব্যবহৃত একটি সিএনজি চালিত অটোরিকশা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)’র অধিনায়ক লে. কর্ণেল হাফিজুর রহমান জানান, সীমান্তে চোরাচালান রোধে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করেছে।
তিনি বলেন, ‘এই অভিযানের ধারাবাহিকতায় আমরা উল্লেখযোগ্য পরিমাণ চোরাচালান মালামাল জব্দ করতে সক্ষম হয়েছি। আটক করা মালামালের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।’