আবদুর রউফ আশরাফ: তাহযিবুল উম্মাহ মহিলা মাদরাসা ইমামবাড়ীর চলতি ১৪৪৪-৪৫ হিজরী ২০২৩-২৪ ঈসায়ী শিক্ষাবর্ষের খতমে বুখারী ও ইসলাহী মাহফিল সম্পন্ন হয়। ২৩ জানুয়ারি ২০২৪ ঈসায়ী, রোজ মঙ্গলবার, মাদরাসার শায়খুল হাদীস আল্লামা আবদুল আহাদের সভাপতিত্বে মাদরাসার শিক্ষক মাওলানা সালমান আহমদ সাহেবের সঞ্চালনায় খতমে বুখারী ও ইসলাহী মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে আলোচনা পেশ করেন মুনাজিরে যামান শায়খুল হাদীস আল্লামা নূরুল ইসলাম ওলীপুরী এ সময় অন্যান্যেদের মধ্যে উপস্থিত ছিলেন শায়খুল হাদীস মাওলানা আব্দুল কাইয়ূম কালাইনজুড়ী,শায়খুল হাদীস মাওলানা ইমাম উদ্দীন,শায়খুল হাদীস মাওলানা ওয়াহিদুল ইসলাম, মাওলানা আয়ূব বিন সিদ্দিক, মুফতি তাহাজ্জুল হক, মাওলানা বশির আহমদ, মাওলানা শাহ খলিল, মুফতী মুহসিন আহমদ মাওলানা আব্দুশ শহীদ, মাওলানা মাসুদ খান,মাওলানা এখলাসুর রহমান প্রমুখ। চলতি শিক্ষাবর্ষে তাকমিল ফিল হাদীস [মাস্টার্স] সমমান ৮ জন এবং ৪ জন কুরআনের হাফেজা হয়েছেন। ফারেগা শিক্ষার্থীদের দস্তারে ফজিলত প্রদান করা হয়। উপস্থিত সর্বস্তরের তৌহিদী জনতা আলেম-উলামা ও অভিভাবকরা মাদরাসা, শিক্ষক-শিক্ষিকা এবং সংশ্লিষ্ট সকলের ভূয়সী প্রশংসা করেন।