মোঃমাহাবুবুর রহমান।কালীগঞ্জ(ঝিনাইদহ)থেকে।
ঝিনাইদহের কালীগঞ্জের কালুখালী মধুপুর মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২৯/০১/২০২৫ ইং সকল ৮.৩০ ঘটিকায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান উদ্বোধন করেন ও বৃহস্পতিবার ৩০/০১/২০২৫ ইং সকল ৯ ঘটিকায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মশিউর রহমান। কালুখালী মধুপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে ঝিনাইদহ লিগ্যাল এইড অফিসার ও কালুখালী মধুপুর মাধ্যমিক বিদ্যালয় এর এডহক কমিটির সভাপতি জনাব মোঃ মেহেদী হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব মনজুরুল আলম তুফান মিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংকের সাবেক ব্যাংকার জনাব আমির হোসেন।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক শিক্ষক আব্দুল কাদের,মফিজুর রহমান মফিজ,বাবলুর রহমান, সার্জেন্ট গোলাম রসুল অব: বাংলাদেশ সেনাবাহিনী , সোহরাব হোসেন,আব্দুল জলিল মাস্টার, সাবেক মেম্বার আব্দুল খালেক, মোতালেব হোসেন বিশ্বাস, কামরুল ইসলাম।
অনুষ্ঠান পরিচালনা করেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম, নুরুল ইসলাম ও সালমা খাতুন। আলোচনা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।