মোঃ রিপন শেখ ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় মানিকদহ ইউনিয়নের ফাজিলপুর গ্রামে এক বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাত ৩ টার দিকে ডাকাত দল একতলা ভবনের পিছন দিকের গ্রিলের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে দরজা ভেঙে রুমের ভিতরে প্রবেশ করে। এরপর বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে ভিম্মি করে হাত-মুখ বেঁধে ডাকাতি করে। এ সময় ডাকাতদল ১২ ভরি স্বর্ণালঙ্কার, ২ টি মোবাইল ও দুই লক্ষ টাকা মালামাল লুট করে নিয়ে যায় বলে বাড়ির লোকজন জানায়। খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
ডাকাতির ঘটনা ঘটেছে মানিকদহ ইউনিয়নের ফাজিলপুর গ্রামের মৃত হাশেম মোল্লার বাড়ি। হাসেম মোল্লার তিন ছেলে মিজানুর মোল্লা, সিদ্দীক মোল্লা, রেজাউল মোল্লা প্রবাসী ও এক ছেলে আসাদুল ইসলাম পুলিশে কর্মরত। বাড়িতে ৪ ছেলের কেউ থাকে না। বাড়িতে হাসেম মোল্লার স্ত্রী, পুত্রবধূরা ও নাতি-নাতনিরা থাকে।
হাশেম মোল্লার স্ত্রীর ঝর্ণা বেগম জানায়, রাত সাড়ে ৩ টার দিকে ভবনের পিছনের গ্রিলের দরজার তালা ভেঙে ভিতরে প্রবেশ করে। এরপর দরজা ভেঙে ঘরের কক্ষের ভিতরে ডাকাত দলের ৫ জন প্রবেশ করে। এরপর আমাদের অস্ত্রের মুখে জিম্মি করে হাত – মুখ বেঁধে ডাকাতি করে চলে যায়।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোকছেদুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।