মো: আব্দুল্লাহ, স্টাফ রিপোর্টার (সিলেট) //:-
সিলেটের জৈন্তাপুরের ঐতিহ্যবাহী হরিপুর এলাকার প্রয়াত কৃতি সন্তান মুজাহিদে মিল্লাত হযরত আল্লামা শেখ আব্দুল্লাহ (রহ.) হরিপুরীকে নিয়ে কানাইঘাট উপজেলার ৭নং বানীগ্রাম ইউনিয়নের বড়দেশ উত্তর এলাকার বাসিন্দা ও বর্তমান শাহপরান শান্তি ভাগ এলাকায় বসবাসরত জামাল হুসাইন নামক জনৈক কথিত ব্যক্তি ও জামাত নেতা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটুক্তি কর স্ট্যাটাসের প্রতিবাদে বৃহত্তর হরিপুর পরগণার জরুরি বৈঠক ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১শে জানুয়ারি) বিকাল ৩ঘটিকায় হরিপুর বাজার মাদ্রাসা মাঠে অত্র মাদ্রাসার শিক্ষক জয়নাল আবেদীন ও মুফতি হুযাইফা আল হিলাল’র যৌথ পরিচালনায় শায়েখ মাওলানা নুরুল হক (জকিগঞ্জী) এর সভাপতিত্বে জরুরি বৈঠকে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, ৫নং ফতেপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ট মুরব্বি আব্দুল মতিন, সাবেক চেয়ারম্যান আব্দুর রশিদ,বর্তমান চেয়ারম্যান রফিক আহমদ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুহিবুল হক মুহিব, হরিপুর বাজার মাদ্রাসার
মুহতামিম মাওলানা শায়েখ হিলাল আহমদ,হেমু মাদ্রাসার মুহতামিম মুফতি জিল্লুর রহমান, বিশিষ্ট মুরব্বি আব্দুল হামিন প্রমুখ।
এসময় আরোও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, জৈন্তাপুর মডেল থানার ওসি আবুল বাশার মোহাম্মদ বদরুজ্জামান, এডভোকেট মোহাম্মদ আলী, কানাইঘাট উপজেলার বড় চতুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল হোসেন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সাহাদ উদ্দিন সাদ্দাম, বিশিষ্ট মুরব্বি হোসেন মিয়া, হরিপুর বাজার কমিটির সাবেক সভাপতি হেলাল আহমদ, মো: আব্দুল্লাহ, বিশিষ্ট মুরব্বি মাওলানা কুতুব উদ্দিন ,মাওলানা কুতুব উদ্দিন শিকদার, আলহাজ্ব আলা উদ্দিন,আলহাজ্ব লুদাই মিয়া,যুবনেতা আনোয়ার হোসেন,সাবেক ইউ/পি সদস্য আব্দুল মতিন, বিশিষ্ট মুরব্বি ফারুক আহমদ,বিশিষ্ট ব্যাবসায়ী ও হরিপুর বাজার ব্যবসায়ী কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মুতলিব,আলী হায়দার সায়মন,জাকারিয়া মাহমুদ,রুমেল আহমদ,ইয়াহিয়া আহমদ,সাবেক ইউ/পি সদস্য জয়নাল আবেদিন,ছাত্র নেতা জহির রায়হান,সুয়েব আহমদ,জামাল উদ্দিন,রুমেল আহমদসহ বৃহত্তর হরিপুর এলাকার সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ ও সর্বস্থরের তৌহিদী জনতা।
আগামী সোমবার মাদ্রাসা মাঠে বৃহত্তর ১৭ পরগণার সংশ্লিষ্ট সকল ময়মুরুব্বিসহ সকল তৌহিদী জনতা নিয়ে বৈঠকের ডাক দিয়েছেন এর মধ্যে ঐ দুর্বৃত্ত যদি জনসম্মূখে এসে ক্ষমা না চায় তাহলে কঠোর কর্মসূচি আন্দোলনের হুশিয়ারি দেন উপস্থিত বক্তারা।
এরপর সন্ধ্যা ৮ ঘটিকায় শেখ আব্দুল্লাহ রহ. হরিপুরীকে নিয়ে কটুক্তি মূলক স্ট্যাটাসের প্রতিবাদে বৃহত্তর হরিপুরের তৌহিদী জনতা হরিপুর বাজার মাদ্রাসা মাঠ থেকে শুরু করে হরিপুর বাজারস্থ তামাবিল মহাসড়ক পর্যন্ত হাজার হাজার মানুষের উপস্থিতিতে ঘন্টাব্যাপী একটি বিশাল বিক্ষোভ মিছিলের মধ্য দিয়ে বৈঠকের সমাপ্তি ঘটে।