স্টাফ রিপোর্টার আমিন কক্সবাজার
সংকটে পড়িয়া যখন ডাকি
তোমায় প্রভু,
তরাইয়া নিও আমায়
ফিরাইয়া দিও না কভু।
থাকিতে দেহে পরান
ভুলে আছি সবি-
তোমার সৃষ্টির মহিমা
সবই যেন রূপেরও ছবি।
তোমার ইচ্ছায় বাঁচন মরণ
তোমার ইচ্ছায় সব,
পার ঘাটাতে পার করিও
ওগো আমার রব।
থাকিতে জীবন হয় না মরণ
রোগ শোক সবই তোমার দান,
মূর্খেেরে তুমি করিও শাসন
দান করিও জ্ঞান।
কাফনে মোড়ানো দেহখানি মোর
যেদিন যাবে গোরে
আত্মীয়-স্বজন বন্ধু প্রিয় জন
সবাই যাবে সরে।
তোমার হুকুমে মৃত্যু দূত
শিওরে বসিবে যখন –
কেউ রবে না আমার পাশেতে
তুমি ই থাকিও আপন।।