আরিফুল (কুষ্টিয়া)প্রতিনিধি:
জয় বাংলা স্লোগান দিয়ে দলবদ্ধভাবে ছাত্রলীগের সন্ত্রাসীরা হামলা করেছে ছাত্রদলের কর্মীবাহিনীর উপরে। এতে মিরপুর পৌর ছাত্রদলের ৩ নেতা-কর্মী গুরুতর আহত হয়েছে। গুরতর আহত তিন ছাত্রদল কর্মী বর্তমানে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার (৩১ জানুয়ারী) সন্ধ্যা সাড়ে সাতটার সময় কুষ্টিয়ার মিরপুর উপজেলার পৌর ০৩ নং ওয়ার্ড মোশারফপুর সাতবাড়িয়া মাঠ এলাকায়। আহত তিনজন মিরপুর পৌর এলাকার মোশাররফ গ্রামের শুকুরের পুত্র ইমন (২০), টিপুর পুত্র মাহিম (১৮) ও মাহাবুলের পুত্র রকি বলে জানা গেছে।
আহত ছাত্রদল কর্মীরা জানান-সাতবাড়িয়া থেকে নওয়াপাড়াগামী রাস্তায় অনেক খেজুর গাছ আছে। সন্ধ্যার পরে এলাকার মানুষ ঐ এলাকায় খেজুরের রস খেতে গেলে। গতকাল শুক্রবার সন্ধ্যায় পৌর ছাত্রদলের একটি দল ঐ মাঠে খেজুরের রস খেতে গেলে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা ছাত্রলীগের সন্ত্রাসীরা জয় বাংলা স্লোগান দিয়ে ছাত্রদলের কর্মীদের উপর অতর্কিত হামলা করে। এ সময় তারা ছাত্রদলের কর্মীদের মোটরসাইকেল ও মোবাইল ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় এলাকার লোকজন টের পেয়ে তাদেরকে ধাওয়া করলে তারা পালিয়ে যায়।
এসময় এলাকাবাসী ছাত্রদল কর্মীদের উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। মিরপুর পৌর বিএনপির সদস্য সেলিম আহমেদ জানান-ছাত্রদলের কর্মীদের উপর অতর্কিত হামলা করে যারা তাদেরকে আহত করেছে, সেইসব ছাত্রলীগের সন্ত্রাসীদের দ্রুত চিহ্নিত করে বিচার নিশ্চিত করার জন্য প্রশাসনের কাছে জোর দাবী জানাচ্ছি। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুল ইসলাম জানান-এধরণের কোন অভিযোগ এখনো পাইনি, তবে অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নিবো।