মন্জুরুল আহসান
স্টাফ রিপোর্টারঃ প্রায় দেড়যুগ পর আগামী ৫ ফেব্রুয়ারি রংপুরের কাউনিয়া উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন উপলক্ষে সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র নিয়ে সকল সমর্থক ও ভোটারদের কাছে দোয়া চাইলেন সাবেক সাধারণ সম্পাদক মোঃ সফিকুল আলম সফি।
রোববার (২ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় উপজেলা বিএনপি কার্যালয় হতে মনোনয়নপত্র ক্রয়কালে তার সমর্থক ও ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, রাষ্ট্র মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে দলের তৃনমুল পর্যায়ের নেতাকর্মীদের সাথে নিয়ে কাজ করতে হবে। বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন বলেই আজ আমরা স্বাধীন ভাবে কথা বলতে পারছি।
তিনি বলেন, কাউনিয়া উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে নেতাকর্মীরা আমাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করলে বিগত দিনের মতো দলের শৃঙ্খলা ফেরানো, দলকে সাংগঠনিক ভাবে শক্তিশালী ও দলের ত্যাগী, নির্যাতিত নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন এবং তাদের সাথে নিয়ে কাজ করতে চাই। আমাদের নেতা আলহাজ্ব এমদাদুল হক ভরসাকে সংসদে পাঠাতে চাই। তাহলেই এই অঞ্চলের মানুষের ভাগ্যের উন্নতি ঘটানো সম্ভব হবে।
উল্লেখ্য, কাউনিয়া উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনকে ঘিরে জেলা বিএনপির সাবেক সভাপতি ও কাউনিয়া উপজেলার আহ্বায়ক আলহাজ্ব এমদাদুল হক ভরসা সভাপতি পদে একক প্রার্থী হিসেবে চুড়ান্ত হলেও সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র কিনেছেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ সফিকুল আলম সফি এবং বর্তমান সদস্য সচিব অ্যাডভোকেট মোজাহারুল আলম বাবলু।
এছাড়া সিনিয়র সহসভাপতি পদে রাকিবুল হাসান পলাশ ও আলহাজ্ব মাহফুজার রহমান মিঠু, যুগ্ম সম্পাদক পদে আব্দুর রহিম, আখতারুজ্জামান মন্ডল, খাজা আলাউদ্দীন এবং সাংগঠনিক সম্পাদক পদে জামিনুর রহমান, হুমায়ুন কবির খোকন, আলমগীর চৌধুরী লিটন, আতিকুল ইসলাম সোহাগ ও সোহেল রানা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
কাউনিয়া উপজেলা বিএনপি নেতা নির্বাচনে ৬ ইউনিয়ন কমিটির ৭১ জন করে মোট ৪২৬ জন ভোটার তাদের ভোট প্রদান করবেন।