1. jhramjan88385@gmail.com : bbarta :
  2. muhammadalomgir350@gmail.com : Muhammad Aaomgir : Muhammad Aaomgir
  3. abrahim111099@gmail.com : Bikal Barta :
সিসিক'র সাবেক মেয়র, ৮কমিশনার, ৩ কর্মকর্তাসহ আ: লীগ নেতাদের বিরুদ্ধে আরেকটি মামলা - Bikal barta
২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ| ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| রাত ২:২২|
সংবাদ শিরোনামঃ
জকিগঞ্জ সদর ইউনিয়নের মুমিনপুর গ্রামের ব্যবসায়ী সমছু দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত!  আল্লাহ্ কে, আপনি কি তাঁর পরিচয় জানেন? হাফিজ মাছুম আহমদ দুধরচকী।  সিলেট ওসমানী বিমানবন্দর থেকে প্রথম কার্গো ফ্লাইট চালু। পলাশবাড়ী পৌর জামায়াতের শিক্ষা বৈঠক অনুষ্ঠিত,, ধামইরহাটে আইনগত সহায়তা দিবস উদযাপন কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে ইউএনও বাগেরহাটের রামপালে কথিত ডেভিল হান্টের অভিযোগে সাংবাদিক গ্রেফতার । দোকানের টাকা চাইলেন দিনে, রাতে অন্ধকারে খেলেন মাইর  নীলফামারীর ঢেলাপীর হাটের সরকারি জমি দখলের মহা উৎসব চলেছে ভাঙ্গায় আম পাড়ার ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত-২৫

সিসিক’র সাবেক মেয়র, ৮কমিশনার, ৩ কর্মকর্তাসহ আ: লীগ নেতাদের বিরুদ্ধে আরেকটি মামলা

রিপোর্টারের নাম
  • প্রকাশিত সময় সোমবার, ফেব্রুয়ারি ৩, ২০২৫,
  • 354 জন দেখেছেন

 

লাকী আক্তার : জেলা প্রতিনিধি 

সিলেটে বিস্ফোরক আইনে আরেকটি মামলা হয়েছে। মামলায় সিলেট সিটি কর্পোরেশনের অপসারিত মেয়র, ৩ জন কর্মকর্তা, সাবেক ৮জন কাউন্সিলর, আওয়ামিলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীসহ ১১১ জনকে আসামী করা হয়েছে।

দক্ষিণ সুরমা এলাকার ইসরাইল মিয়ার ছেলে খোকন মিয়া বাদী হয়ে গত (২৪ ডিসেম্বর) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও আমলী আদালত নং-১ এ ১১১ জনের নামোল্লেখ করে এ মামলা করেন। আদালতের বিচারক আব্দুল মোমেন মামলাটি আমলে নিয়ে গত১ জানুয়ারী কোতোয়ালি থানার ওসিকে আগামী ৭ এপ্রিল তদন্তপুর্বক প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দিয়েছেন। এজাহারে যাদের আসামী করা হয়েছে তারা হলেন, ১। নাসির উদ্দিন খান, ২। শফিউল আলম চৌধুরী নাদেল, ৩। জগদীস চন্দ্র দাস, ৪। আফতাব হোসেন খান, ৫। আব্দুর রকিব বাবলু, ৬। আব্দুল মনাফ, ৭। আনোয়ারুজ্জামান চৌধুরী, সাবেক মেয়র, সিসিক, ৮। মোহাম্মদ আলী দুলাল, ৯। মকসুদ মিয়া, ১০। আব্দুল জলিল হিরণ, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ১১। কৃষ্ণমণি দাশ, ১২। সাহিদুল ইসলাম, ১৩। অপি রায়, ১৪। ফারুক আহমদ, ১৫। মামুনুর রশীদ রাসেল, ১৬। শাহাব উদ্দিন চৌধুরী, ১৭। শেখ তারেক আহমেদ, ১৮। নোমান আহমদ রোমান, ১৯। দিপরাজ দাশ, ২০। আফজাল আহমেদ শুভ, ২১। জুনাত্তর আলী, ২২। মো। সিদ্দিকুর রহমান, ২৩। ইকবাল কবির শামিম, ২৪। পিংকু দাশ, ২৫। শাকিব আহমদ (এস আর কে শাকিব), ২৬। আবু জাফর, ২৭। মো। একলিম আবেদীন (প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা সিসিক, ২৮। ইমদাদুল হক জীবন, ২৯। জয়নুল কৌরেশী ৩০। মতিউর রহমান চৌধুরী, ৩১। দুদু মিয়া, ৩২। আকবর কবির সায়েম, ৩৩। সয়দুল রহমান, ৩৪। সাদিক আহমদ, ৩৫। শাহিন মিয়া, ৩৬। জববার আহমদ (পাপ্পু), ৩৭। পরাছ মিয়া, ৩৮। আশিক মিয়া, ৩৯। জাকির হোসেন, ৪০। মোহাম্মদ হানিফ, ৪১। আফজাল আহমদ উরফে কালা আফজাল, ৪২। রিপন আহমদ, ৪৩। জগলু হোসেন উরফে ভাঙ্গারী জগলু, ৪৪। মতিউর রহমান, সাবেক কাউন্সিলর, ৪৫। ইয়াহিয়া তানজিল, ৪৬। রাশেদ আহমদ, সাবেক কাউন্সিলর, ৪৭। আফজাল আহমদ তপাদার, ৪৮। তাজুল ইসলাম, ৪৯। খাইরুল ইসলাম অপু, ৫০। সাফওয়ানুর রহমান রাহাত, ৫১। শাহ মুবিন (লাভলু), ৫২। জয়নুল আবেদিন জুনেদ, ৫৩। আবু বক্কর মো: শাহাজাহান (উরফে ইয়াবা শাহজাহান), ৫৪। আলহাজ জামিল চৌধুরী, ৫৫। ইমরান আহমদ ৫৬। হাবিব আহমদ, ৫৭। শরীফ হোসেন, ৫৯। শিমুল মজুমদার, ৫৯। আব্দুল সুমিত বাবুল, ৬০। অজিত কুমার সাহা, ৬১। রফিক আহমদ, ৬২। আব্দুল কুদ্দুস, ৬৩। তানজিম শাহরিয়ার আসিফ ৬৪। জামাল চৌ, ৬৫। ফজলে রাবিব চৌধুরী, ৬৬। কাজী রুনু মিয়া (মইন), ৬৭। আব্দুল লতিফ রিপন, ৬৮।। আব্দুল খালিক, সাবেক কাউন্সিলর, ৬৯। আবুল কালাম আজাদ লায়েক, সাবেক কাউন্সিলর, ৭০। তপন মিত্র, ৭১। শরিফ, ৭২। আব্দুল কুদ্দুস, ৭৩। আবু বক্কর, ৭৪। শওকত আমীন তৌহিদ, সাবেক কাউন্সিলর, ৭৫। এস আর রুমেল, ৭৬। মুস্তাক উদ্দিন আহমদ, ৭৭। রাকিবুল ইসলাম রাকিব, ৭৮। রাফসান আহমদ, ৭৯। সিরাজ গাজী, ৮০। আব্বাছ আহমদ, ৮১। আব্দুর রহমান মেম্বার, ৮২। রতন সরকার, ৮৩। রফিক, ৮৪। রাজন চৌধুরী, ৮৫। অপু বণিক, ৮৬। লায়েক আহমদ চৌধুরী, ৮৭। জিবলুর রহমান চৌধুরী, ৮৮। বিপ্লব দাস, ৮৯। আব্দুল ওয়াহিদ, ৯০। আনোয়ারুল হক, ৯১। সাগর হোসাইন, ৯২। ছবরুল করিম শুভ, ৯৩। সায়েম আহমদ, ৯৪। তোফায়েল আহমদ, ৯৫। নয়ন আহমদ, ৯৬। আহবাবুর রহমান শিশু, ৯৭। দিলওয়ার হোসেন, ৯৮। আতিক মিয়া,৯৯। তৌহিদ হোসেন আবু, ১০০। শামীম আহমদ, ১০১। আব্দুস সালাম, ১০৬। মোহাম্মদ আব্দুস শাকুর, ১০২। সৈয়দ আফজাল হোসেন, রামদা আফজল, ১০৩। আশিকুর রহমান, সভাপতি, সিকৃবি ছাত্রলীগ, ১০৪। সোহেল আহমদ, ১০৫। সারোয়ার জাহান শিশির, যুগ্ম-সাধারণ সম্পাদক, সিকৃবি ছাত্রলীগ, ১০৬। মো। মিনহাজ আহমদ, ১০৭। মোঃ এমাদুল হোসেন, সেক্রেটারী, সিকৃবি ছাত্রলীগ, ১০৮। আব্দুল কায়ুম জুয়েল, ১০৯। অনুপম সিংহ, ১১০।আ ন ম মনছুফ, ১১১। মুজিবুর রহমান। বাদী এদের বিরুদ্ধে ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্যাদি আহনের ৩/৪ তৎসহ ১৪৮/১৪৯/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৩০৯/১১৪ ধারার মাধ্যমে একখানা নালিশী দরখাস্ত দাখিল করেন। এজাহারে বাদী উল্লেখ করেন, ২০২৪ সালের ৪ আগস্ট বিকেল অনুমান সাড়ে ৩টার দিকে সোবহানিঘাট টিভিএস শোরুমের সামনে ১নং আসামি নাসির উদ্দিন খানের হুকুমে বন্দুক, কাটা রাইফেল, ককটেল, রামদা, লাঠি ও লোহার রডসহ অবৈধ অস্ত্র নিয়ে অন্যান্য আসামিরা বাদীসহ অন্যান্যদের উপর হামলা চালায়। বাদী ঐদিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মিছিলে ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
© All rights reserved © 2024 bikal barta
error: Content is protected !!