মোঃ রিপন শেখ ভাঙ্গা ফরিদপুর প্রতিনিধি:
ভাঙ্গায় বেদে সম্প্রদায়ের ছেলে-মেয়েদের মধ্যে নতুন বই বিতরণ করে ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান।
মঙ্গলবার(৪ ফেব্রুয়ারী) দুপুর সাড়ে ১২ টায় দিকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলা ২নং সদরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বেদে শিশুর মধ্যে বই বিতরণ করা হয়।
এবং একজন ম্যাজিস্ট্রেটের কাছ থেকে বই পেয়ে আনন্দে আত্মহারা বেদে সম্প্রদায় গোষ্ঠী,এই আনন্দে অনেক অভিভাবকের চোখে পানি পড়তে দেখাগেছে।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাংগা উপজেলা নির্বাহী মোঃ মিজানুর রহমান৷
তিনি বলেন, ভাঙ্গা কুমার নদীর তীরে বেদে সম্প্রদায়ের কয়েকটি পরিবার বসবাস করে।বেদে সম্প্রদায়ের পরিবারগুলোর ছেলেমেয়েরা শিক্ষার আলো থেকে অনেক দূরে ছিল। বিষয়টি জানতে পেরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে ২ নং সদরদী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভর্তির ব্যবস্থা করা হয়েছে। তাদেরকে বই এবং অন্যান্য শিক্ষার উপকরণ দেওয়া হয়েছে এবং তাদের সমস্ত পড়ালেখার খরচ উপজেলা প্রশাসনের তরফ থেকে বহন করা হবে।