,,,,,আলমগীর হোসেন স্টাফ রিপোর্টার,,,, সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আজ খালাস পাচ্ছেন কথিত শেখ হাসিনার ট্রেনে গুলি করা মামলার আসামী ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু, ততকালীন ছাত্রনেতা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু, পৌর বিএনপির সাবেক সভাপতি এ.কে এম আখতারুজ্জামান সহ ফাঁসির দন্ডীত ০৯ জনসহ ৪৭ জন বিএনপি নেতাকর্মী।
জানাযায়, গত ২৮ জানুয়ারী সুপ্রিম কোর্টের আপিল বিভাগে যুক্তি তর্ক শুনানি শেষে আজ ০৫ ফেব্রুয়ারী রায় ঘোষনার দিন ধার্য্য রয়েছে। আসামী পক্ষের আইনজীবি আসা করেন ০৫ ফেব্রুয়ারী এই মামলার কারাবন্দি ০৯ জনসহ সকল আসামী খালাস পাবেন।
শেখ হাসিনার ট্রেনে গুলি করা মামলার রায়ে পাঁচ বছর আগে ফাঁসি, যাবজ্জীবন ও ১০ বছর মেয়াদে কারাদন্ডের আদেশ দেওয়া হয়। আওয়ামী লীগ সরকার পতনের পর গত ২৭ আগস্ট সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিজয়-৭১-এর ১১ আদালতের বিচারক এ এস এম আব্দুল মবিন ও বিচারক মো. মাহমুদ হাসান তালুকদারের যৌথ বেঞ্চ কারাবন্দি ঈশ্বরদী বিএনপি’র ৪৭ নেতাকর্মীর মধ্যে ৩০ জনকে জামিনের আদেশ দেন। এই আদেশের প্রেক্ষিতে ৮ সেপ্টেম্বর পাবনা কারগার থেকে মুক্তিলাভ করেন ১২ নেতা-কর্মী। অন্য ১৮ জন রাজশাহী কারাগারে থেকে ৯ সেপ্টেম্বর মুক্তি পান।
আদালত সূত্রে জানা যায়, ত্রিশ বছর আগে তৎকালীন বিরোধীদলীয় নেতা ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী ট্রেনে হামলা ও গুলিবর্ষণের মামলায় ২০১৯ সালের ৩ জুলাই চাঞ্চল্যকর ও বহুল আলোচিত ফরমায়েশি রায় দেন পাবনার অতিরিক্ত দায়রা জজ আদালত-১-এর বিচারক রস্তুম আলী। ফরমায়েশি এই রায়ে স্থানীয় বিএনপি’র মোট ৫২ জন নেতাকর্মীর মধ্যে ৯ জনকে ফাঁসি, ২৫ জনের যাবজ্জীবন কারাদন্ড এবং ১৩ জনকে ১০ বছরের সশ্রম কারাদন্ড দেওয়া হয়। বিচার চলাকালীন ৪ জন এবং রায়ের পর কারাগারে মারা গেছেন ৩ জন।