শেখ সাইদুল আলম সাজু, দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরে অসহায় নারী-পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন এর উদ্যোগে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীত উপহার বিচরণ করা হয়েছে।
গতকাল ৫ই ফেব্রুয়ারী বুধবার দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে অসহায় নারী-পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন দিনাজপুর শাখার উদ্যোগে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
অসহায় নারী-পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন দিনাজপুর জেলা শাখার সভাপতি বিশিষ্ট কবি সাহিত্যিক মোছাঃ রোজিনা খাতুন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান এইচ.এম ওসমান গণি চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক গোলাম নবী দুলাল, ফাউন্ডেশনের উপদেষ্টা কবি ইয়াসমিন আরা রানু, প্রেসক্লাবের সাংস্কৃতিক সম্পাদক ফখরুল হাসান পলাশ, কবি অদিতি রায়, কবি ও সাংবাদিক শেখ সাইদুল আলম সাজু, স্কুল শিক্ষিকা হাফিজা হাসু। বক্তারা বলেন, দিনাজপুর জেলা একটি শীত প্রধান দেশ। এখানে আমরা প্রতি বছর শীতার্ত মানুষের জন্য উপহার হিসেবে কম্বল বিতরণ করে থাকি। এছাড়া ঈদে পথ শিশুদের জন্য নতুন কাপড়, গরিব মানুষদের জন্য ঈদ উপহার প্রদান করে থাকি। আগামীতেও আমরা এই ধরনের কর্মকান্ড পরিচালনা করব। স্বাগত বক্তব্য রাখেন সাধারন সম্পাদক মেহেনাজ পারভীন।