স্টাফ রিপোর্টার,সাইফুজ্জামান সুমন।
খুলনা জেলা যুবদলের আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।০৫ ফেব্রুয়ারি যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন এই আংশিক কমিটি অনুমোদন দেন। যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
খুলনা জেলা যুবদলের আংশিক কমিটিতে ইবাদুল হক রুবায়েদকে আহ্বায়ক ও নাহিদুজ্জামান জনি কে সদস্য সচিব করা হয়েছে।
খুলনা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণায় কয়রায় যুবদলের নেতৃত্বে আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কয়রা উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃশরিফুল আলম। উক্ত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃমোতাসিম বিল্লাহ সহ যুবদলের অন্যান্য নেতৃবৃন্দ।
উক্ত আংশিক কমিটি দেওয়ায় কেন্দ্রীয় কমিটির সকল নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানায়।