নিজস্ব প্রতিবেদক।
কক্সবাজারের টেকনাফে হাফেজ মাওলানা শফিক উল্লাহ নামের এক মসজিদের ইমামকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় তিনি টেকনাফ মডেল থানায় সাধারণ ডায়েরি করেছেন।
ডায়েরিতে হুমকিদাতা হিসেবে আমান উল্লাহ(২৮),
রহিম উল্লাহ(২৫), সাইফুল ইসলাম(২১),ফজল করিম (৫৫ নাম উল্লেখ করেছেন।
এদিকে মসজিদের ইমামকে হুমকির বিষয়ে তদন্ত শুরু করেছে টেকনাফ থানার পুলিশ।
টেকনাফ থানায় দায়ের করা জিডিতে বলা হয়,
আমি একজন ইমাম বর্তমানে আমি টেকনাফ মডেল থানা জামে মসজিদে ইমাম হিসেবে দায়িত্বরত আছি।
আমরা ৫ ভাই ও ১ বোন। গত ২৮-১১-২৪ ইংরেজি তারিখে আমার পিতা নুরুল আলম ও আমার ছোটভাই আমান উল্লাহসহ স্ব-শরীরে টেকনাফ উপজেলা সাব রেজিস্ট্রার অফিসে হাজির হয়ে ৫১.৩৪ শতক নাল জমি আমার নামে হেবা করেন। উক্ত বিষয়টি ১নং বিবাদী থেকে ৪নং বিবাদীরা জানতে পারলে বিভিন্ন লোকের মাধ্যমে আমাকে প্রাণনাশের হুমকি প্রদান করে আসছে। এরই ধারাবাহিকতায় গত ০৩-০১-২৫ ইংরেজি তারিখে বিকাল ৪টায় আমার বাড়িতে যাওয়ার সময় টেকনাফ সদরের ৬নং ওয়ার্ড পশ্চিম গোদার বিল এলাকায় আমার বসত বাড়ির সামনে উপস্থিত হলে ১নং বিবাদী আমান উল্লাহ,২নং বিবাদী রহিম উল্লাহ, আমাকে দেখতে পেয়ে কোন কথা ছাড়া আমার পরিহিত পাঞ্জাবি টেনে হেঁচড়ে করে মারধর করার জন্য উত্যক্ত হয়ে উঠে। আমি প্রতিবাদ করলে ৩ ও ৪নং বিবাদীরা এসে অশ্লীল ভাষায় গালিগালাজ করে। একপর্যায়ে ১ ও ৪ নং বিবাদীরা
উপস্থিত লোকজনের সামনে আমাকে হুমকি প্রদান করেন। আমার পিতা আমার নামে হেবা করা নাল জমি
তাদের নামে করে না দিলে আমাকে বাড়িতে আসতে দেবে না।আমাকে কোন সময় প্রাণে মেরে ফেলে লাশ গুম করে ফেলবে বলে জানায়। বিবাদীদের হুমকির কারণে আমি বর্তমানে আমার বাড়িতে যেতে পারছিনা।
বিবাদীরা আমার ও আমার পরিবারের যেকোনো মুহূর্তে ক্ষতিসাধন করতে পারে। উক্ত ঘটনার বিষয়ে লোকজনের আলোচনার সাপেক্ষে টেকনাফ মডেল থানায় হাজির হয়ে সাধারণ ডায়েরি করছি।
জিডিতে আরও বলা হয়-আমার ছোট ভাইয়েরা আমাকে যে কোন মুহুর্তে মেরে ফেলতে পারে।
আমি এক সন্তানের জনক,আমার স্ত্রী রয়েছে।
যার ফলে আমি ও আমার পরিবার বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছি। এ ধরনের প্রাণনাশের হুমকির ফলে আমার ও আমার পরিবারের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। আমি প্রসাশনের সহযোগিতা কামনা করছি।