ভোলা প্রতিবেদক: সারাদেশে বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক যৌথ বাহিনীর অপারেশন “ডেভিল হান্ট” পরিচালনার নির্দেশনা প্রদান করা হয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ১১ ফেব্রুয়ারি (মঙ্গলবার) মধ্যরাত ১ টায় বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি আউটপোস্ট লালমোহন কর্তৃক ভোলার লালমোহন উপজেলাধীন নাজিরপুর বাজার সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনাকালে উক্ত এলাকা হতে জামশেদ বেপারি (২৯) কে আটক করা হয়েছে।
আটককৃত ব্যক্তি ভোলার লালমোহন উপজেলাধীন নাজিরপুর এর বাসিন্দা এবং মোঃ হানিফ এর ছেলে। আটককৃত ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণে জন্য লালমোহন থানায় হস্তান্তর করা হয়েছে।