1. jhramjan88385@gmail.com : bbarta :
  2. muhammadalomgir350@gmail.com : Muhammad Aaomgir : Muhammad Aaomgir
  3. abrahim111099@gmail.com : Bikal Barta :
ষড়যন্ত্রমূলক অবৈধভাবে দোকানঘর উচ্ছেদের প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন - Bikal barta
১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ| ২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ| শীতকাল| বুধবার| রাত ১:২৯|

ষড়যন্ত্রমূলক অবৈধভাবে দোকানঘর উচ্ছেদের প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

রিপোর্টারের নাম
  • প্রকাশিত সময় মঙ্গলবার, ফেব্রুয়ারি ১১, ২০২৫,
  • 21 জন দেখেছেন

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি: বরগুনার পাথরঘাটায় পানি উন্নয়ন বোর্ডের বেরিবাঁধের উপর নির্মিত ৭০ বছরের পুরানো ব্যাবসায়ীদের স্থাপনা উচ্ছেদে ষড়যন্ত্রকারিদের বিরুদ্ধে মানববন্ধন করেছে পাথরঘাটা নতুন বাজার বনিক সমিতি। গতকাল মঙ্গলবার বেলা ১টার সময় সমিতির সভাপতি ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামালের সভাপতিত্বে এই মানববন্ধন কর্মসুচীতে নতুন বাজারের ব্যবসায়ী সহ নারী-পুরুষ অংশগ্রহন করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, পাথরঘাটা উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক এরফান আহম্মেদ সোয়েন, বাজারের ব্যাবসায়ী মোঃ আবু সালেহ কাজি, মোঃ আঃ ছত্তার, মোঃ মাসুম আকন, মোঃ বেলায়েত হোসেন, তাসলিমা আক্তার, মোসাম্মাৎ যহুরা সহ অনেকে।

মানববন্ধনে মাসুম আকন জানান, পাথরঘাটা নতুন বাজার একাটি দক্ষিনাঞ্চলের ঐতিহ্য ব্যাবসায়ী মার্কেট। এখানে ৭০ বছর ধরে মানুষ ২ শত ঘরের অধিক স্থাপনা করে ব্যাবসা করে আসছে। যেখান থেকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তর পাথরঘাটা মৎস্য অবতরন কেন্দ্রে মাছ বিক্রি করে এবং শত শত ট্রলারে জেলেরা বাজার করে আবার সাগরে চলে যায় । এখন বরগুনা জেলা পানি উন্নায়ন বোর্ডের কিছু দালাল চক্র টাকা হাতিয়ে নেয়ার জন্য মাত্র ৫০টি ঘর ভেঙ্গে দেয়ার জন্য ব্যাসায়ীদের নোটিশ প্রদান করেন। এই নোটিশ ব্যাবসায়ীদের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়ার কৌশল বলে তিনি দাবী করেন।

বিএনপি নেতা এরফান আহমেদ বলেন, আমরা পানি উন্নয়ন বোর্ডকে প্রতি বছর একশনা বন্ধবস্তের জন্য লক্ষ লক্ষ টাকা সরকারকে রেভিনিউ দিচ্ছি। এখন যদি তাদের জমি দরকার হয় তা হলে বেরিবাঁধের উপর সকল ঘর বা স্থাপনা বেঙ্গে দিবে তাতে আমাদের কোন আপত্তি নেই কিন্ত বিচ্ছিন্ন ভাবে কিছু ঘর ভাঙ্গার ব্যাপারে নোটিশ দেওয়ায় বিষয়টি আমাদের সন্দেহ হচ্ছে। এ জন্য উর্দতন কর্তিপক্ষের নজরে আনার জন্য আমরা মানববন্ধন করছি এবং ইউএনও’র বরাবরে একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে বলে তিনি জানান।

পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃ রোকনুজ্জামান খান জানান, নতুন বাজারে কিছু ঘর উচ্ছেদের পক্ষে যারা কাজ করছে তাদের বিপক্ষে ওই বাজারের ব্যাবসায়ীরা আমার কাছে এসেছিল। তবে বিষয়টি নিয়ে ব্যাবসায়েিদর বিপক্ষে একটি মহল বরগুনা জেলা প্রসাশকের কাছে আবেদন করেছে। এর প্রেক্ষিতে জেলা প্রসাশক বিষয়টি তদন্ত করে তার কাছে একটি প্রতিবেদন দাখিল করতে বলেছে। তিনি এই বিষয় ভালো করে তদন্ত পূর্বক প্রতিবেদনের ব্যাপারে কাজ করছেন বলে জানান।

আপনার সামাজিক মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
© All rights reserved © 2024 bikal barta
error: Content is protected !!