খুলনা প্রতিনিধি:
খুলনা২০ ফেব্রুয়ারি ২০২৫: শুক্রবার সন্ধ্যা ৭টায়, সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে বহুল প্রতীক্ষিত নগরীর ময়লাপোতা মোড় অবস্থিত, আয়রন প্যারাডাইস জিম এর বাৎসরিক “বডি বিল্ডিং ফিটনেস চ্যাম্পিয়নশিপ -২০২৫”, যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৩০জন প্রতিযোগীরা অংশগ্রহণ করেছেন।
স্বাস্থ্য ও ফিটনেস সচেতনতার বিস্তার এবং ক্রীড়ার প্রতি ভালোবাসা থেকেই প্রতিবছর এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।
এবারের চ্যাম্পিয়নশিপে ৩টি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, যার মধ্যে বডি বিল্ডিং এবং ম্যান ফিজিকস (পুরুষ) বিভাগের পাশাপাশি নবীন প্রতিযোগীদের জন্যও বিশেষ বিভাগ ছিল।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা নিজেদের দক্ষতা, শারীরিক সৌষ্ঠব ও শক্তি প্রদর্শন করেন, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।
চ্যাম্পিয়নশিপের প্রধান আকর্ষণ ছিল ফাইনাল রাউন্ড, যেখানে প্রতিযোগীদের কঠোর পরিশ্রম ও নিবেদন ফুটে ওঠে।
বিচারক প্যানেল অংশগ্রহণকারীদের (চ্যাম্পিয়নশিপে) বিভিন্ন ওজন, শ্রেণি, অনুযায়ী এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিচারকরা প্রতিযোগীদের পেশির গঠন, শারীরিক ভারসাম্য, নমনীয়তা ও উপস্থাপনার উপর ভিত্তি করে নম্বর প্রদান করেন এবং বিজয়ীদের নির্বাচন করেন।
এবারের আসরের চ্যাম্পিয়ন হয়েছেন ৩জন,
এম ডি সজীব (বডি বিল্ডিং)
আশিক ৫৬/৬৫ ম্যান ফিজিক্স,
অনিক ৬৫/৭৫ ম্যান ফিজিক্স,(পুরুষ বিভাগ)
প্রথম রানার আপ -মোহাম্মদ শাকিল (বডি বিল্ডিং)
প্রথম রানার আপ -স্মরণ (ম্যান ফিজিক্স)
প্রথম রানার আপ -পিয়াল (ম্যান ফিজিক্স)
দ্বিতীয় রানার আপ -শাওন (বডি বিল্ডিং)
দ্বিতীয় রানার আপ -আলী হাসান (ম্যান ফিজিক্স)
দ্বিতীয় রানারআপ – লাবিব (ম্যান ফিজিক্স)
যারা তাদের অসাধারণ শারীরিক কাঠামো ও পারফরম্যান্সের মাধ্যমে সকলকে চমকে দেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি ও তরুণদের শরীর চর্চায় অনুপ্রাণিত,এবং মাদক থেকে দূরে রাখা। এছাড়া, ফিটনেস ও বডি বিল্ডিং শিল্পকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের প্রতিযোগিতার আয়োজনের পরিকল্পনা রয়েছে।
দর্শক ও অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা ও উচ্ছ্বাস দেখা যায়। চ্যাম্পিয়নশিপের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ টুর অপারেটর অ্যাসোসিয়েশন অফ সুন্দরবন এর সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজসেবক জনাব মইনুল ইসলাম, বিশেষ অতিথি হিউম্যান রাইটসের এর চেয়ারম্যান খান রেজাউল ইসলাম রেজা, এবং আয়রন প্যারাডাইস জিম এর ব্যবস্থাপনা পরিচালক মুনির আহমেদ হিরন , সঞ্চালনায় ছিলেন হাসিব হাসান বাবু
“বডি বিল্ডিং চ্যাম্পিয়নশিপ -২০২৫” সমাপ্তিতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি জনাব মইনুল ইসলাম , তিনি বলেন,
এই সফল আয়োজন শরীর চর্চা ও ফিটনেসপ্রেমীদের জন্য অনুপ্রেরণার একটি নতুন দিগন্ত উন্মোচন করেছে,যা এই প্রতিযোগিতায় শরীর চর্চা ও সুস্থ জীবনধারার মান প্রচার করে প্রতিযোগীরা কঠোর পরিশ্রম ও শৃঙ্খলার মাধ্যমে নিজেদের প্রস্তুত করেন, যা তরুণদের জন্য অনুপ্রেরণার উৎস।
আয়রন প্যারাডাইসের ব্যবস্থাপনা পরিচালক বলেন,
এই ধরনের প্রতিযোগিতা ক্রীড়াঙ্গনে নতুন প্রতিভা তুলে আনে এবং শরীর চর্চার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করে।
ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এমন প্রতিযোগিতা আয়োজন করার প্রত্যাশা রয়েছে।