মহসিন আলম মুহিন
অল্পে তুষ্ট বেশিতে আরাম হয় নষ্ট-
চাহিদা বাড়ে, তাতে হয় কেবলই কষ্ট।।
চাই চাই, খাই খাই-না করাই ভালো,
তাতে জীবনটা, হয়ে ‘উঠে কালো।।
ধৈর্য সহ্য মানুষের মর্যাদাটা হয় বেশি,
অধৈর্যে খোয়া যায় সম্মান, হারায় হাসি।।
অন্যের বেশি-নিজের ভাগে হোক কম,
এতেই শান্তি, এভাবেই চলুক হরদম।।
# মহসিন আলম মুহিন
খামার গ্রাম কলেজ পাড়া
থানাঃ-এনায়েতপুর
উপজেলাঃ-চৌহালী
জেলাঃ-সিরাজগঞ্জ
বিভাগঃ-রাজশাহী দেশঃ-বাংলাদেশ
মোবাইল নং-০১৭১৬৯১৩৯৩৯