সিনিয়র স্টাফ রিপোর্টার এরশাদ হোসেন পাপ্পু: সৈয়দপুরে পাটপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান রানু এগ্রো ইন্ডাস্ট্রিজের কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে কমপ্লায়েন্স বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশ জুট মিলস্ এসোসিয়েশন ও বাণিজ্য মন্ত্রনালয়ের আওতাধীন বাংলাদেশ বিজনেস প্রমোশন কাউন্সিলের যৌথ উদ্যোগে শহরের ইকু হোটেল এন্ড রিসোর্টের মিলনায়তনে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুর- ই- আলম- সিদ্দিকী এবং বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জুট মিলস্ এসোসিয়েশন ও রানু এগ্রো ইন্ডাস্ট্রিজ’র পরিচালক সুশান্ত কুমার। বাংলাদেশ জুট মিলস্ এসোসিয়েশনের চেয়ারম্যান মো. আবুল হোসেনের সভাপতিত্বে কর্মশালায় স্বাগত বক্তব্য বলেন,রানু এগ্রো ইন্ডাস্ট্রিজ ও শ্যামলী সিটি গ্রুপের হেড অব এ্যাডমিনিস্ট্রেশন গৌতম কুমার হালদার।
পরে কমপ্লায়েন্স বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অংশ নেন রানু এগ্রো ইন্ডাস্ট্রিজের কর্মকর্তা ও কর্মচারীরা। এতে প্রশিক্ষণ দেন বাংলাদেশ জুট মিলস্ এসোসিয়েশনের প্রশিক্ষক এ কে এম শহিদুল ইসলাম, কর্মকর্তা এইচ এম শফিকুল ইসলাম ও আবু সালেম রাকিব।কর্মশালায় আই এল ও কনভেশন, দেশের প্রচিলত শ্রম ও অন্যান্য আইন, বায়ার আচরণবিধি এবং কোম্পানির নিয়মকানুন মেনে চলার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
প্রশিক্ষণ চলাকালে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এতে রানু এগ্রো ইন্ডাস্ট্রিজের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা অংশ নেন।
জানতে চাইলে রানু এগ্রো ইন্ডাস্ট্রিজ এবং শ্যামলী সিটি গ্রুপের পরিচালক সুশান্ত কুমার বলেন, একটি উৎপাদনমুখী প্রতিষ্ঠান পরিচালনায় যেসব নিয়ম কানুন রয়েছে এবং কিভাবে মেনে চলতে হবে সেসবের বিষয়ে কর্মকর্তা ও কর্মচারীদের ধারণা দিতেই এ কর্মশালার আয়োজন।
তিনি বলেন, এসব বিষয়ে সকলের পর্যাপ্ত ধারণা থাকলে যেকোন উৎপাদন ও রপ্তানীমুখী প্রতিষ্ঠান আরও এগিয়ে যাবে।