কলমে–ফরিদা পারভীন দিবা
তুমি কি জানো ভালবাসা কি? তুমি আজও জানো না ভালোবাসা কারে বলে।
ভালোবাসা হলো হৃদয়মাঝে তিল তিল করে সৃষ্টি হওয়া প্রেম কাননের প্রত্যাষিত প্রকাশিত রূপ।খুলে দেয় আজানা অচেনা আবেগ অনুভূতির রুদ্ধদ্বার।
তুমি জানোনা, ভালোবাসা কারে বলে,
ভালোবাসা মানে যুগ যুগান্তরে জমে থাকা হেমন্ত বসন্তের সুপ্রসন্ন সুবাতাস, হৃদয় কাননে প্রস্ফুটিত হয় কৃষ্ণচূড়া রাধাচূড়া।
তুমি কি মন ভাঙ্গার শব্দ শুনেছো?
না শোননি, তুমি শুনবে কি করে? তুমি তো মনকে পড়তে জানো না, মনের ভাষা বোঝনা, কত মন ভেঙেছো তাও জানোনা।
তুমি কি চেনো ভালোবাসার অলিগলি?
তুমি কি কভু দেখেছো?
ভালোবাসার অলিতে গলিতে বিছানো আছে প্রশান্তির চাদর,
দেখলেই বা কি? তুমি তো দুপায়ের নোংরা আবর্জনায় মাড়িয়ে গেছো সেই চাদর । প্রশান্তির বদলে দিয়ে গেছো যাতনা।
তুমি যদি ভালোবাসতে জানতে তবে, নিশুতি রাতে ঝিঁ ঝিঁ পোকার ডাকের মাঝে কারো হৃদয়ের স্পন্দন শুনতে পেতে।
তুমি আজও জানো না ভালোবাসা কারে বলে,
যদি জানতে তবে তোমার আরশী নগরের পড়শীকে খুঁজে পেতে। চোখে রঙ্গিন চশমা দিয়ে পৃথিবীকে রঙিন করে দেখতে হতো না, খালি চোখে দেখতে পেতে স্বর্গময় প্রেমের ভুবন।
তুমি ভালোবাসতে জানোনা, জানলে দেখতে পেতে কিভাবে একটি দিবস সারারাত প্রভাকরের প্রতিক্ষায় প্রহর গুনতে থাকে।
তুমি ভালোবাসলে দেখতে পেতে সবুজ মেহেদি পাতার ভিতরে টকটকে লাল ক্ষত।
ভালোবাসা মানে দুটি মনের মায়া মমতায় ঘেরা একটি প্রেম কানন, সে কাননে তুমি কোনদিন প্রবেশ করতে পারনি। সেখানে প্রবেশ করতে প্রেমিক হতে হয়।
তুমি কি প্রমিক হতে পেরেছো? পারনি,
তুমি প্রেমিক সেজে ভালবাসার অভিনয় করে গেছো।
ফুলে ফুলে মধু সংগ্রহ করা তো মধুলোভী ভ্রোমরার কাজ, প্রমিকের নয়।
প্রেমিকের চোখে থাকে প্রেয়সীর রূপের নেশা,সেই নেশায় বিভোর থাকে প্রেমিক। আকাশ জুড়ে যেমন থাকে হাজার তারার মাঝে একটি চাঁদ।
রচনাকাল-২৬/০২/২৩