স্টাফ রিপোর্টার:
জয়পুরহাটে এবার নজির বিহিন দৃষ্টান্ত স্থাপন করলেন মানবিক ইলিয়াস হোসেন। একের পর এক অসহায় হত দরিদ্র দুঃখী মানুষের পাশে দাড়িয়ে ভালোবাসা কুড়িয়েছেন জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলাধীন শালবন গ্রামের কৃতি সন্তান ও শালবন রহমানিয়া হাফেজিয়া মাদ্রাসার সাধারণ সম্পাদক, ও ঢাকা নীট গার্মেন্টস এর জি, এম ইলিয়াস হোসেন। গত ২৫ জানুয়ারি সাংবাদিক কামরুল হাসান মিলন এর একটি অসহায় পরিবারের প্রতিবেদনে প্রকাশ পাওয়ার পরে উপজেলার বড়তারা ইউনিয়নের অন্তগত উত্তর হাটশহর গ্রামের বাসিন্দা শ্রী অন্তিম মন্ডল গত ২ বছর আগে ছেলেকে হারিয়ে এক বিবর্শ জীবন যাপন করে আসছিলেন। এমন সময় আজ মানবিক ইলিয়াস হোসেনের প্রচেষ্টায় অন্তিম মন্ডল এর পরিবারে স্ত্রী দিপালি রানী ও অন্তিম মন্ডল এর জন্য ১ মাসের খাবার খরচ সহ নগদ ২০০০ টাকা হাতে প্রদান করেন।।
এ সময় গ্রামের স্থানীয় লোকজন তাপস বর্মন, জোসনা রানী, মাধবী রানী, আবেগে কান্নায় জরিয়ে পড়েন ও তারা বলেন এসব কাজ স্থানীয় ইউপি সদস্য এন্দাদুল মন্ডল মেম্বার এর করা উচিৎ ছিল।।
কিন্তু তিনি অসহায় পরিবার এর কোন খবর রাখেন নি।।এদিকে ইলিয়াস হোসেন মুঠো ফোনে বলেন আমি ঢাকা থেকে বাড়িতে গিয়ে অসহায়দের চিকিৎসার ব্যবস্থা করব বলে তিনি সাংবাদিকদের জানিয়েছেন।। এ সময় অসহায় পরিবারের হাতে অনুদান তুলে দেন শালবন গ্রামের দেলোয়ার হোসেন, সাংবাদিক কামরুল হাসান মিলন,রিমেল সরকার, সাংবাদিক রাশেদ ইসলাম সহ এলাকার গুনিজন।