মহসিন আলম মুহিন
মেঘেরা জমেছে গগন জুড়ে,
গুরু গর্জন আকাশ ঘিরে।
মনের আকাশে নানান কথা,
সুখ-দুঃখের জীবন গাঁথা।
শীতের বিদায় বসন্ত নামে,
তাপ বেড়েছে শরীর ঘামে।
কাল চলছে কালের কোলে,
হৃদ মাঝারে গুঞ্জন তোলে।
মন অজানা ব্যথায় কাঁদে,
বলা হয় না কথার ফাঁদে।
তবু শান্তনা জাগায় সৃষ্টি,
নামে যখন-শীতল বৃষ্টি।।
# মহসিন আলম মুহিন
খামার গ্রাম কলেজ পাড়া থানাঃ-এনায়েতপুর উপজেলাঃ-চৌহালী জেলাঃ-সিরাজগঞ্জ
বিভাগঃ-রাজশাহী দেশঃ-বাংলাদেশ মোবাইল নং- ০১৭১৬৯১৩৯৩৯