1. jhramjan88385@gmail.com : bbarta :
  2. muhammadalomgir350@gmail.com : Muhammad Aaomgir : Muhammad Aaomgir
  3. abrahim111099@gmail.com : Bikal Barta :
শাহপরাণ (রহঃ) থানা পুলিশের অভিযানে ৭৪,৫৪,২৪০ ভারতীয় শাড়ী, থ্রি-পিছ, কসমেটিকস ও বিভিন্ন পন্য সহ ০১ (এক) টি কার্ভাড ভ্যান আটক - Bikal barta
২৭শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ| ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| রাত ৮:৩৯|
সংবাদ শিরোনামঃ
এম সাইফুর রহমান কলেজ পরিচালনা পরিষদের সভাপতি হলেন জনাব মিফতাহ্ সিদ্দিকী বীরগঞ্জে ১০শ্রেণীর শিক্ষার্থী গলায় দড়ি দিয়ে আত্মহত্যা ডাক্তারের অবহেলায় রোগীর অকাল মৃত্যু! জনসম্মুখে চিকিৎসককে ব্যাপক মারধর ভিয়েনা রাজ্য নির্বাচনে পুনরায় মনোনয়ন পেলেন ভোলার কৃতি সন্তান- মাহমুদুর রহমান নয়ন ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ।  ভাঙ্গায় পুর্ব শত্রুতার জের ধরে ২৫টি বাড়িঘর ও দোকানপাট ভাঙচুর-লুটপাট সহ অগ্নিসংযোগ সুনামগঞ্জের জগন্নাথপুরে সাজাপ্রাপ্ত এক আসামী সহ ৩ জন গ্রেপ্তার রংপুরের কাউনিয়া ফুটবল একাডেমি, বাফুফের নিবন্ধন পেল।  ঈশ্বরদী চালের মোকামে ভরপুর জোগান, তবু দাম বেশি নিচ্ছে ব্যবসায়ীরা,,  গোবিন্দগঞ্জে ঐতিহ্যবাহী রাজা বিরাটের হবিষ্যি ভক্ষণ মেলা শুরু

শাহপরাণ (রহঃ) থানা পুলিশের অভিযানে ৭৪,৫৪,২৪০ ভারতীয় শাড়ী, থ্রি-পিছ, কসমেটিকস ও বিভিন্ন পন্য সহ ০১ (এক) টি কার্ভাড ভ্যান আটক

রিপোর্টারের নাম
  • প্রকাশিত সময় সোমবার, মার্চ ১৭, ২০২৫,
  • 87 জন দেখেছেন

সিলেট ব্যুরো অফিস:

শাহপরাণ (রহঃ) থানা পুলিশের অভিযানে ৭৪,৫৪,২৪০/-(চুয়াত্তর লক্ষ চুয়ান্ন হাজার দুইশত চল্লিশ) টাকার ভারতীয় শাড়ী, থ্রি-পিছ, কসমেটিকস ও বিভিন্ন পন্য সহ ০১ (এক) টি কার্ভাড ভ্যান আটক, ০২ (দুই) জন গ্রেফতারঃ

 

১৬/০৩/২০২৫ খ্রিঃ রাত অনুমান ২২.২৫ ঘটিকায় শাহপরাণ (রহঃ) মাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই (নিঃ)/মোঃ সানাউল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ শাহপরাণ (রহঃ) থানাধীন সুরমা গেইট সংলগ্ন সিএনজি স্ট্যান্ডের পাশে মধু মিঠাই নামক দোকানের সামনে রাস্তার উপর চেকপোস্ট করাকালে ০১ (এক) টি হলুদ ও নীল রংয়ের লালন শাহ ট্রান্সপোর্ট লেখা কার্ভাড ভ্যান, যার রেজিঃ নং-খুলনা মেট্রো-ট-১১-২০২১ আটক সহ ০২ (জন) জনকে গ্রেফতার করা হয়।

আটক পণ্যসমূহের বিবরণ:১. Red Bull ENERGY DRINK: ৪,৫৩৬ পিস, মোট মূল্য ১৪,৯৬,৪৪০/- টাকা, ২. NEHA Fast Colour মেহেদী: ১৪,৪০০ পিস, মোট মূল্য ৬,৪৮,০০০/- টাকা, ৩. ST ব্যান্ডের চশমা: ৪,৮০০ পিস, মোট মূল্য ২৮,৮০,০০০/- টাকা, ৪. Ten-London EYEWEAR ব্যান্ডের চশমা: ১,০২০ পিস, মোট মূল্য ৬,১২,০০০/- টাকা, ৫. ভারতীয় শাড়ী: ৩৫৪ পিস, মোট মূল্য ১০,৬২,০০০/- টাকা, ৬. ভারতীয় থ্রি-পিছ: ২৭৬ পিস, মোট মূল্য ৬,০৭,২০০/- টাকা, ৭. ভারতীয় লেহেঙ্গা: ২৩ পিস, মোট মূল্য ১,১৫,০০০/- টাকা, ৮. ভারতীয় জামা (ছোটদের টু-পিস): ৪২ পিস, মোট মূল্য ৩৩,৬০০/- টাকা, সর্বমোট মূল্য: ৭৪,৫৪,২৪০/- টাকা (চুয়াত্তর লক্ষ চুয়ান্ন হাজার দুইশত চল্লিশ)।

গ্রেফতারকৃত আসামী:১. সিরাজুল ইসলাম (২৬), পিতা: তরফদার জালাল, মাতা: হাওয়া বেগম, গ্রামের ঠিকানা: পিত্যে, থানা- রামপাল, জেলা- বাঘেরহাট। ২. শিমুল মোল্লা (২৭), পিতা: মোঃ বক্কার মোল্লা, মাতা: আছমা বেগম, গ্রামের ঠিকানা: পিত্যে, থানা- রামপাল, জেলা- বাঘেরহাট।

উক্ত ঘটনার বিষয়ে শাহপরাণ (রঃ) থানায় এফআইআর নং-১৬, তারিখ- ১৭ মার্চ, ২০২৫ খ্রিঃ, Special Powers Act, 1974-এর 25B(1)(b)/25D রুজু হয়। আসামীদ্বয়কে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
© All rights reserved © 2024 bikal barta
error: Content is protected !!