মন্জুরুল আহসান
স্টাফ রিপোর্টারঃ পবিত্র রমজান মাসে ফিলিস্তিনের নিরীহ মুসলিম জনগণের ওপর অবৈধ ইসরাইলি বাহিনীর হামলার প্রতিবাদে কাউনিয়ায় এক বিশাল বিক্ষোভ মিছিল করেছেন ছাত্র সমাজ ও তৌহিদি জনতা।
শুক্রবার জুমার নামাজের পর কুর্শা ইউনিয়ন ছাত্র সমাজ ও তৌহিদি জনতার আয়োজনে এবিক্ষোভ মিছিল বড়ুয়াহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে বেইলি ব্রিজ বাজার পর্যন্ত গিয়ে শেষ হয়। এতে স্থানীয় মুসল্লি, শিক্ষার্থী ও সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন।
এ সময় শিক্ষার্থীরা নেতানিয়াহুর দুই গালে, জুতা মারো তালে তালে; বিশ্বমুসলিম ঐক্য গড়, ফিলিস্তিন স্বাধীন করো; জুলাইয়ের হাতিয়ার, গর্জে উঠুক আর একবার; নারায়ে তাকবির আল্লাহু আকবর; ইসরাইলের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশনসহ বিভিন্ন স্লোগান দেন।
বিক্ষোভ মিছিলে বক্তারা ফিলিস্তিনে চলমান গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং বিশ্ব মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হয়ে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
এ সময় বক্তব্যে রাখেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সাধারণ সম্পাদক কাজিমুদ্দিন মাস্টার,কুর্শা জামায়েতের ইউনিয়ন সদস্য শাহাআলম,ছাত্র শিবিরের দায়িত্বশীল কর্মী মোঃ মিরাজ,শরিফুল ইসলাম,উপজেলা ইসলামি ছাত্র আন্দোলনের সভাপতি ফেরদৌস প্রমূখ।
বিক্ষোভ শেষে শহীদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।