মোঃ শাহাদত হোসেন।( শিবগঞ্জ বগুড়া প্রতিনিধি):
বগুড়া জেলার শিবগঞ্জ থানাধীন মোকামতলা ইউনিয়নের মুরাদপুর গ্রামস্থ মীর & রুবেল সি,এন,জি ফিলিং ষ্টেশন এর সামনে রংপুর টু ঢাকা গামী মহাসড়কের উপর মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের চেকপোস্ট ডিউটি করা কালে ২৪ (চব্বিশ) বোতল মাদকদ্রব্য ফেনসিডিলসহ ০১জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বগুড়া জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা পুলিশ বদ্ধপরিকর।