মোঃ শরিফুল ইসলাম বিশেষ প্রতিনিধি সিরাজগঞ্জ:
দেশে শিক্ষিত বেকারত্বের সংখ্যা বাড়ছে দিনদিনই। বেকারত্ব একদিকে যেমন দারিদ্র্য বাড়াচ্ছে অন্যদিকে অপরাধপ্রবণতাও জাগিয়ে তুলছে কারও কারও মনে। প্রতিটি পরিবারের অভিভাবকের প্রত্যাশা থাকে- সন্তান বড় হয়ে একদিন সংসারের হাল ধরবে। সেটা যখন হয় না, উভয় পক্ষের জন্যই সৃষ্টি হয় বিব্রতকর পরিস্থিতি,দেশও পড়ে বিপাকে।
ঠিক তখনই সিরাজগঞ্জ জেলার এক মধ্যবিত্ত পরিবারে গড়ে ওঠা তরুণ যুবক, সমাজের আইকন ইঞ্জিনিয়ার সোহেল রানা, তিনি তাহার নিজ উদ্যোগে সিরাজগঞ্জ জেলার শিক্ষিত বেকার ছেলে,মেয়ে এবং সকল বয়সী মানুষের মধ্যে আইসিটি প্রশিক্ষণ, সেলাই প্রশিক্ষণসহ বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে দেশের শক্ত হাতিয়ার গড়ে তোলার ক্রমান্বয়ে চেষ্টা চালিয়ে যাবেন, বলে ইঞ্জিনিয়ার সোহেল রানা তাঁর নিজ চিন্তা ভাবনায় এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন। দক্ষ করে গড়ে তুলে নিজ,নিজ কর্মসংস্থানের ব্যবস্থায় আগামী পবিত্র ঈদ-উল ফিতর পরবর্তী তিনি এই প্রশিক্ষণের ব্যবস্থা করবেন বলে আমাদের জানিয়েছেন।
তিনি আরোও বলেন, পৃথিবীর উন্নত রাষ্ট্রগুলোতে যে, ধরনের শিক্ষাব্যবস্থা চালু রয়েছে তাঁতে শিক্ষা প্রকৃত পক্ষে একজন মানুষকে মানবিক করার পাশাপাশি আত্মকর্মসংস্থানের পথ তৈরি করে। শিক্ষিত জনগোষ্ঠী তাদের মেধা ও যোগ্যতা অনুসারে বিভিন্ন সরকারি-বেসরকারি চাকরিতে নিয়োজিত থেকে দেশ ও জাতির সেবা করার সুযোগ পায়। তাই সেসব রাষ্ট্রগুলোতে যুগের চাহিদা অনুযায়ী এক ধরনের পরীক্ষিত শিক্ষাব্যবস্থা চালু থাকার ফলে বেকারত্ব কম।
আমাদের দেশে স্বাধীনতার ৫৪ বছরে শিক্ষাক্ষেত্রে যথেষ্ট অগ্রগতি হয়েছে, দেশে উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা বেড়েই চলেছে। আমাদের দেশে বেকার সমস্যার কার্যকর তেমন কোনো সমাধানও হচ্ছে না।
তিনি আরোও বলেন,প্রতিটি শিক্ষিত মানুষ শুধু সরকারি চাকুরির পিছে ঘুরছেন এই চাকুরির পিছে না ঘুরে নিজের দক্ষতা অর্জন করে আত্মকর্মসংস্থানের ব্যবস্থা নিজেই করতে পারেন সেজন্য আমি সিরাজগঞ্জের প্রতিটি গ্রাম,মহল্লায়, ওয়ার্ড ভিত্তিক শিক্ষিত বেকারদের এই প্রশিক্ষণের মাধ্যমে বেকারত্ব দূর করনে কাজ করতে আগ্রহী পোষণ করছি।চাই দক্ষ মানব তৈরি করতে। সারা দেশের ন্যায় সিরাজগঞ্জ আর পিছিয়ে থাকবে না। বেকারত্ব দূর করতে নিজের দক্ষতায় নিজেই কর্মসংস্থানের ব্যবস্থায় নিয়োজিত থাকবে এই প্রশিক্ষণের মাধ্যমে।পরম করুণাময় আল্লাহ তায়ালার কাছে প্রার্থনা করি- মানুষের জীবন থেকে দূরীভূত হোক সব দুঃখ-জরা, এবং সুখ-শান্তি ও সমৃদ্ধির ধারায় প্রবাহিত হোক বিশ্বলোক। ঈদ-উল ফিতর আসুক নিরাময়, সুস্বাস্থ্য, নিরবচ্ছিন্ন শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি বার্তা নিয়ে সিরাজগঞ্জ জেলা সহ সকল দেশবাসী কে জানাচ্ছি ঈদের অগ্রিম শুভেচ্ছা।
সিভি পাঠানোর ঠিকানা: sohelitmis@gmail.com